ফারাক্কার সব গেট খোলা নিয়ে যা বলছে পানি উন্নয়ন বোর্ড

সংবাদ প্রকাশ প্রতিবেদক প্রকাশিত: আগস্ট ২৬, ২০২৪, ০৭:৪২ পিএম
বন্যার পানির স্রোত। ছবি : সংগৃহীত

ফারাক্কা ব্যারেজের সব গেট খুলে দিয়েছে ভারত। সোমღবার (২৬ আগস্ট) এসব গেট খোলা হয়। তবে, বাংলাদেশের পানি উন্নয়ন বোর্ড বলছে, গেট আগে থেকেই খোলা ছিল। বোর্ডেꦇর বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের উপবিভাগীয় প্রকৌশলী পার্থ প্রতীম বড়ুয়া সংবাদ প্রকাশকে এ তথ্য জানান। তিনি বলেন, “ফারাক্কার ১০৯টি গেট আগে থেকেই খোলা ছিল।”

এর আগে সোমবার বন্যা পরিস্থিতি নিয়ে এক সংবাদ সম্মেলন🎐ে পার্থ প্রতীম বড়ুয়া বলেন, “বন্যা পরিস্থিতি তৈরি হওয়ার মতো অবস্থা হয়নি। নতুন করে গেট খুলে দেওয়ার কোনো তথ্য আমাদের কাছে নেই। তবে, বৈজ্ঞানিক নিয়ম অনুসারে এখন এসব গেট খোলাই থাকার কথা।”

বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্⭕রের উপবিভাগীয় এই প্রকৌশলী বলেন, “ফার❀াক্কার ভারতের অংশে বন্যা পরিস্থিতি চলছে। তবে, আমাদের দেশে এই মুহূর্তে বন্যার কোনো আশঙ্কা নেই।”

[96406]

ফারাক্কা পানি আটকে রাখে না উল্লেখ করে পার্থ প্রতীম বড়ুয়া বলেন, “এটি আসলে পানি ডাইভারশন করে। বর্ষাকালে ফারাক্কা সাধারণত খোলাই থাকে। আমাদের কাছে পুরো তথ্য নেই। তবে, এই মুহূর্ত🎃ে গেট খুলে দিয়ে বন্যা পরিস্থিতি তৈরি করার মতো অবস্থা নেই।”