রাজধানဣীর কামরাঙ্গীরচর 🌼হুজুরপাড়া ফ্যান ফ্যাক্টরি সংলগ্ন বুড়িগঙ্গা নদীতে নৌকাডুবির ঘটনা ঘটেছে।
এ🌠 ঘটনায় রেখা বেগম (২৯) ও তার মেয়ে সানজিদার (৮) মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি 🦂দল। তবে এখনো দুইজন নিখোঁজ রয়েছে।
সোমবার (১ নভেম্বর) সকালের দিকে কামরাঙ্গীরচর হুজুরপাড়া ফ্যান ফ্যা෴ক্টরি সংলগ্ন বুড়িগঙ্গা নদীতে ১১ জন যাত্রী নিয়ে একটি ডিঙ্গি নৌকা ডুবে যায়। ♊
এ ঘটনা🅺য় বাকিরা সাঁতার কেটে তীরে উঠতে পারলেও চারজন নিখোঁজ থাকে। পরে ফায়ার সার্ভিসের ডুবুরিরা পানির নিচ থেকে মা ও মেয়ের মরদে൩হ উদ্ধার করে।
এ বিষয়ে ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক হাফিজুর রহমান জানান, একটি ডিঙ্গি নৌকা করে ১১ জন যাত্রী নদী পার হচ্ছিল। এ সময় একটি বাল্কহেডের ধাক্কায় নৌকাটি ডুবে যায়। এতে সাতজন সাঁতরে তীরে উঠতে পারলেও বাকি চারজন নিখোঁজ হয়। এছাড়া 💃নিখোঁজ চারজনের মধ্যে রেখা বেগম ও তার মেয়ে সানজিদার মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে এখনো নিখোঁজ রয়েছেন শফিকুল (৭) ও শীতল (২৭) নামে দুইজন।
এদিকে ফায়ার সার্ভিস উদ্ধারকাজ চালিয়ে যাচ্ছে বলেও তিনি জানান𒅌।