রাজধানীর যাত্রাবাড়ীর হানিফ ফ্লাইওভারে বাসের ধাক্কা🏅য় মুমতাহিনা পিয়া (২০) নামে এক তরুণীর 𒐪মৃত্যু হয়েছে। দুই মাস আগে লন্ডন প্রবাসী সাইফুল ইসলামের সঙ্গে টেলিফোনে বিয়ে হয় নিহতের।
শনিবার (৩০ অক্টোবর) দিবাগত রাত সোয়া ১২টার দিকে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেꦑজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া 🙈হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিষয়🍸টি নিশ্চিত করেছেন যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক꧋ (এসআই) মাহমুদা রহমান।
এসআই মাহমুদা রহমান বলেন, “পিয়া শনিবার (৩০ অক্টোবর) বিকেলে শপিং করার জন্য ঢাকা আসেন। শপিং শেষে তার বন্ধু অনিকের সঙ্গে যোগাযোগ করে। পরে অনিকের বাইকে করে মুন্সিগঞ্জে বাড়ি ফেরার পথে যাত্রাবাড়ী হানিফ ফ্লাইওভারের কুতুবখালী টোল প্লাজার পাশে চলন্ত বাইকে তার পরনের বোরকার কিছু অংশ চাকায় পেঁচিয়ে যায়। পরে বোরকা পেঁচিয়ে গেছে বুঝতে পেরে ফ্লাইওভারের ওপরে মোটরসাইকেল থামিয়ে চাকায় জড়িয়ে যাওয়া বোরকা বের করার সময় একটি যাত্রীবাহী বাস তাকে চাপ♕া দেয়। তবে ঘাতক বাসটিকে এখনও শনাক্ত করা যায়নি।”
মাহমুদা রহমান বলেন, &ldq⛎uo;পিয়ার বাড়ি মুন্সিগঞ্জ সদর উপজেলার মধ্য মহাখালী গ্রামে। তার বাবার নাম ইকবাল ভূঁইয়া।”
এদিকে পরিবারের কোনো অভিযোগ না থাকায় তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর কর🔴া হয়েছে বলে জানান তꦦিনি।