পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেছেন, “বাংলাদেশের ডিজিটাল নিরাপত্তা আইন নিয়ে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) আপত্তি তুলেছে। তাদের এই আ🍨পত্তিতে বাংলাদেশ পাত্তা দিচ্ছে না ”
বৃ𓄧হস্পতিবার (২৮ অক্টোবর) ফরেন সার্ভিস একাডেমিতে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, “বিদেশিরা আমাদের বিভিন্ন বিষয় নিয়ে আপত্তি করে। যেমন, পদ্মা সেতু হওয়া꧟র আগেই বিশ্বব্যাংক বলেছিল-পয়সা চুরি হয়েছে। পরে দেখা যায়, কোনো পয়সা চুরি হয়নি। এভাবে অনেক কিছু ন෴িয়েই তারা আপত্তি তোলে। তবে তাদের আপত্তি আমরা গ্রাহ্য করি না।”
পররাষ্ট্রমন্ত্রী বলেন, “তারা হুশিয়ারি দেয়, তারা যে আমার কাছ থেকে কাপড় নেয়, সেটা কিন্তু দয়া বা বাধ্য হয়ে নয়; সস্তা দরে নেয়। বিশ্ব ব্যাংক যে আমাদের টাকা দেয় এর অর্থ এই নয় যে, তারা আমাদের দয়া কর🅠েছে𒁏। তারা টাকা দেয়, কারণ টাকা না দিলে তাদের চাকরি চলে যাবে।”
এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, “ব🍒াংলাদেশে বিভিন্ন স্থানে সংখ্যালঘুদের ওপর হামলায় আমাদের পদক্ষেপে সন্তোষ প্রকাশ করেছে ভারত। এ বিষয়ে প্রতিনিয়ত ভারতের সঙ্গে আমাদের অনানুষ্ঠানিক আলোচনা চলছে।”
মন্ত্রী আরো বলেন, “আসন্ন বিশ্ব জলবায়ু সম্মেলনে আমরা ক্ষতিপূরণের বিষয়টি উত্থাপন করবো। ধ꧋নী দেশগুলো জলবায়ুর ক্ষতিপূরণ হিসেবে আমাদের ১০০ মিলিয়ন ডলার দিতে চেয়েছিল🏅। তবে সে অর্থ আমরা পাইনি।”
এ সময় ♉দেশের গণমাধ্যমগুলো বিদেশিদের কথায় বেশি হইচই করে বলেও 🔯অভিযোগ করেন আব্দুল মোমেন।