রাজধানীর মতিঝিলে বাংলাদেশ কেমিক্যাল ইন্🙈ডাস্ট্রিজ করপোরেশন (বিসিআইসিসি) ভবনের ১২ তলায় এবি ব্য♛াংকের স্টোরে আগুনের ঘটনা ঘটেছে।
মঙ্গলবার (২৬ অক্টোবর) দুপুর ১টা ৫১ মিনিটে অগ্𓄧নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে আটটি ইউনিট পাঠায়।
সবশেষ ༺খবর অনুযায়ী আগুন নিয়ন্ত্রণে আছে জানিয়ে ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার রোজিনা ইসলাম জান🔴ান, দুপুরে বিসিআইসিসি ভবনের ১২ তলায় এবি ব্যাংকের স্টোরে অগ্নিকাণ্ডের খবরে মোট আটটি ইউনিট পাঠানো হয়। প্রায় ১৫ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আসে।
♑তাৎক্ষণিকভাবে আগুনের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ এবং হতাহতের 🌸কোনো খবর জানাতে পারেননি রোজিনা ইসলাম।