বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, “রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ছোট একটি অপারেশনের পর খা♒লেদা জিয়া বিপদমুক্ত, কিন্তু তার বিদেশ যাওয়াটা গুরুত্বপূর্ণ। নানাবিধ চিকিৎসার জন্য উন্নত যন্ত্রপাতি আমা📖দের দেশে নেই তাকে বিদেশে নেওয়া দরকার, এটা আমাদের দেশের চিকিৎসকরাই বলেছেন।”
সোমবার (২৫ অক্টোবর) বিকেলে গুলশানে বিএনপি চেয💫়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল এ কথা বল✱েন।
মহাসচিব মির্জা ফখরুল বলেন, “অপারেশনের পর খালেদা জিয়া তার জ্যেষ্ঠপুত্র তারেক রহমান এবং ছোট ভাইয়ের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন। তিনি সুস্থ রয়েছেন। চিকিৎসকরা বলেছেন এখন তার বিপদের সম্ভাবনা নেই💧।”
এ সময় খালেদা জিয়ার চিকিৎসক দলের সদস্য এ☂♔জেডএম জাহিদ হোসেন উপস্থিত ছিলেন।
অন্যদিকে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার একটি মাইনর অপারেশন করা হয়েছে। এখন তিনি আইসিইউতে আছেন বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ডা. ♒জাহিদ হোসಞেন।
ডা. জাহিদ বলেন, “ম্যাডামের ছোট একটি বায়োপসি করা হয়েছে। অপারেশনের পরে তার সঙ্গে ছেলে তারে✱ক রহমান কথা বলেছেন। ছোট ভাই শামীম ইস্কান্দারও কথা বলেছেন। ছোট ছেলের স্ত্রী সৈয়দা শর্মিলা রহমান সিঁথি কথা বলেছেন। এখন তিনি আইসিইউতে চিকিৎসাধীন আছেন। তবে তিনি ভালো আছেন।”
গ🤪ত ১২ অক্টো🙈বর জ্বর আসায় খালেদা জিয়াকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করানো হয়। বর্তমানে তিনি এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন। এর আগে করোনাভাইরাসসহ বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে টানা ৫৪ দিন একই হাসপাতালে ভর্তি ছিলেন।