পীরগঞ্জে হিন্দুদের ওপর হামলা

সৈকত-রবিউলের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা

সংবাদ প্রকাশ প্রতিবেদক প্রকাশিত: অক্টোবর ২৪, ২০২১, ০৩:৩৫ পিএম

রংপুরের পীরগঞ্জের হিন্দুপাড়ায় হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় গ্রেপ্তার সৈকত মণ্ডল ও রবিউল ইসলামে🧔র বিরুদ𓂃্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেছে র‍্যাব-১৩।

রোববার সকালে এই মামলাটি করেন র‍্যাব–꧅১৩–এর ডিএডি আবদুল আজিজ। মামলার তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে পীরগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) সুদীপ্ত শাহীনকে।

কারমাই🗹কেল কলেজ শাখা ছাত্রলীগ থেকে বহিষ্কৃত সৈকত মণ্ডল ও বটেরহাট মসজিদের ইমাম রবিউলকে দুপুরের পর কোনো একসময় পীরগঞ্জ আমলি আদালতে নেওয়া হবে।

এদিকে হিন্দুপাড়ায় অগ্নিসংযোগ, লুটপাট ও ভাঙচুরের ঘটনায় রিমান্ডে থাকা ৩৭ আসামিকেও দুপܫুরের পর আদালতে নেওয়ার কথা আছে।

পীরগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার কামরুজ্জামান জানান, পীরগঞ্জে সহিংসতা𝔍র ঘটনায় পৃথক তিনটি মামলায় এখন পর্যন্ত ৬৪ জনকে গ্রেপ🦋্তার করেছে পুলিশ।

গত ১๊৭ অক্টোবর রাতে পীরগঞ্জের হিন্🌃দুপাড়ায় হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করে একদল দুর্বৃত্ত।

শুক্রবার (২২ অক্টোবর) গাজীপুরের টঙ্গী থেকে সৈকত মণ্ডল ও রবিউল ইসলামকে গ্রেপ্তার করা হয়। এরপর দুজনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করে র‌্যাব। সৈক🧜তের বাবার নাম মো. রাশেদুল হক। তার বাড়ি পীরগঞ্জে। আর রবিউলের বাবার নাম মো. মোসলেম উদ্দীন। তার বাড়িও পীরগঞ্জে।