কুমিল্লায় পূজামণ্ডপে কোরআন রাখার জেরে দেশের বিভিন্ন স্থানে সহিংসতার ঘটনায় দোষীদের দ্রুত বিচার ট্রাইব্যুনালে এনে বিচারের দাবি জানিয়েছে বাংলাদেশ জাতীয় হিꦦন্দু মহাজোট।
শুক্রবার (২২ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত একꦗ প্রতিবাদ সভা ও বিক্ষোভ সমাবেশ থেকে এ দাবি জানানো হয়।
বক্তারা বলেন, “বাঙালি হিন্দু সম্প্রদায়ের সর্ববৃহৎ ধর্মীয় অনুষ্ঠান শারদীয় দুর্গাপূজা বন্ধ ও বাধা প্রদান করে মন্দির ভাঙচুর, ঘরবাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠান লুটপাট ও আগুনে পুড়িয়ে দেওয়া, জোরপূর্বক জমি দখল ও দেশ ত্যাগের হুমকির যে ঘটনা ঘটানো হলো তা ৭১-এর পুনরাবৃত্তি এবং তা মধ্যযুগীয় বর্বরতার সামিল। আজকে আমাদের পিঠ দেয়ালে ঠেকে গেছে। এখন আমাদের বাঁচা-মরার লড়াই। যতদিন পর্যন্ত অপরাধীর বিচার না হবে ততদিন পর্যন্ত꧑ আমাদের আন্দোলন চলবে।”
বক্তারা আরও বলেন, “দুর্গাপূজা চলাকালীন সময়ে হামলায় ক্ষতিগ্রস্ত সমস্ত মন্দির ও বসত বাড়ি সরকারি খরচে পুনঃস্থাপন করতে হবে। নিহত পরিবার ৫০ লাখ এবং আহত পরিবারকে ২০ লাখ টাকা ক্ষতিপূরণ দিতে হবে। আর অতি অꦯল্প সময়ের মধ্♕যে দোষীদের শাস্তি নিশ্চিত এবং তদন্ত রিপোর্ট জনসম্মুখে প্রকাশ করতে হবে।”
এ সময় বিক্ষোভ সমাবেশেඣ উপস্থিত ছিলেন হিন্দু মহাজোটের ভারপ্রাপ্ত সভাপতি সুধাতে চন্দ্র বিশ্বাস, প্রধান সমন্বয়কারী শ্যামল কুমার রায়, নির্বাহী মহাসচিব ও মুখপাত্র পলাশ কান্তি দে, সহসভাপতি প্রভাস চন্দ্র মণ্ডল প্রমুখ।