দাম কমতে শুরু করেছে পেঁয়াজের

সংবাদ প্রকাশ প্রতিবেদক প্রকাশিত: অক্টোবর ২১, ২০২১, ০৭:৪৯ পিএম
ফাইল ছবি

দেশে হঠাৎ ܫকরে বাড়তে থাকা পেঁয়াজের দাম এবার কমতে শুরু করেছে। কয়েকদিন আগেও খুচরা বাজারে প্রতি কেজি পেঁয়াজের দাম ছিলো ৮০ ট♕াকাও বেশি। এখন পেঁয়াজ পাওয়া যাচ্ছে প্রতি কেজি ৫৫ থেকে ৬০ টাকায়। 

তবে ভারত থেকে প্রচুর পেঁয়াজ🔥 আসায় বাজারে দাম কমছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।

বৃহস্পতি♍বার (২১ অক্টোবর) রাজধানীর বেশ কয়েকটি বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে।

বাজার ঘুরে দেখা গেছে, ভারত থেকে আমদানি করা পেঁয়াজ প্রতি কেজি বিক্রি হচ্ছে ৫৫ থেকে ৬০ টাকার মধ্যে। এতে দে🎃শি পেঁয়াজের দামও কমে ৬০ টাকায় মিলছে। কিছু দোকানে বাছাই করা ভালো মানের ꦦদেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে প্রতি কেজি ৬৫-৭০ টাকায়।

এদিকে 𓃲রাজধানীর সবচেয়ে বড় পাইকারি বাজার শ্যামবাজারেও প্রতি কেজি পেঁয়াজের দাম♛ প্রায় ১০ টাকা করে কমেছে। এভাবে চলতে থাকলে আবার আগের দামে পাওয়া যাবে পেঁয়াজ বলে মনে করছেন ব্যবসায়ীরা।

এছাড়া বাজারে প্রতিযোগিতা অনেক। ক্রেতা যেখানে কম দাম পাবে সেখান থেকে কিনবে। টিসিবিও কম দামে পেঁয়াজ দিচ্ছে। এখন দাম কমছে, তাই চাহিদা নেইဣ বলেও জানিয়েছেন ব্যবসꦦায়ীরা।