বাড্ডায় তরুণীর ঝুলন্ত লাশ উদ্ধার

সংবাদ প্রকাশ প্রতিবেদক প্রকাশিত: অক্টোবর ১৯, ২০২১, ০১:৫৬ পিএম

রাজধানীর বাড্ডাಌয় এক তরুণীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। &nb💝sp;

সোমব💝ার দিবাগত রাত ৩ টার দিকে বাড্ডার সানারপাড় এলাকার একটি বাসা 𝐆থেকে লাশটি উদ্ধার করা হয়। লাশটি বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

ডেমরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্ত🌺া (ওসি) নাসির উদ্দিন মঙ্গলবার এ তথ্য নিশ্চিত করে জানান, মৃত তরুণীর লিমা আক্তার। বয়স ২৩ বছর। তার গ্রামের বাড়ি নোয়াখালী। লিমার স্বামীর নাম সোহেল। এর আগেও ✤তার একটি বিয়ে হয়েছিল।

এদিকে লিমার স্বজনরা জানায়𝕴, বছর কয়েক আগে লিমার সঙ্গে সোহেলের বিয়ে হয়। পরে কাজের উদ্দেশ্যে সোহেল কুয়েতে যান। তিনি দেশ𒐪ে ফিরে এসে গুলিস্তান এলাকায় কাপড়ের ব্যবসা শুরু করেন।

লিমার মামা নূর ন🧜বীর অভিযোগ, অনেক দিন ধরে লিমাকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করে আসছিলেন তার স্বামী সোহেল। সে লিমাকে সন্দেহ করত।

এদিকে লিমার স্বামী সোহেল জানান, সোমবার&nb🅷sp;রাত সাড়ে ১২টার দিকে তিনি বাথরুমে যান। তখন লিমা ফোনে কারো সঙ্গে💞 কথা বলছিলেন। বাথরুম থেকে বেরিয়ে তিনি শোওয়ার ঘরের দরজা বন্ধ দেখতে পেলে পাশের লোকজনকে ডেকে এনে দরজা ভেঙে লিমাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। এসময় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পুলিশ জানায়,  লিমার লাশ ঢাকা মেডিকেল কলেজের 𝓀মর্গে রাখা হয়েছে। লাশের ময়নাতদন্ত হবে।