সনাতন ধর্মালম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজার মহা অষ্টমীর দিন (১৩ অক্টোবর) সারা দেশে জুয়েলারি দোকান পূর্ণ দিবস বন্ধ রাখার ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলারি সমিতির🃏 (বাজুস)।
মঙ্গলবার (১২ অক্টোবর) গণমাধ্যমকে এ তথ্য জানান বাজুসের সভাপতি এনামুল হক খান দোলন।
বাজুসের সভাপতি এনামুল হক খান বলেন, “প্রতিবছরের মতো এবারও সনাতন ধর্মাবলম্বীদের বড় উৎসব দুর্গাপূজাতে মহা অষ্টমীর দিন বুধবার (১৩ অক্💝টোবর) সব জুয়েলারি দোকান বন্ধ থাকবে।”&nb꧂sp;
এছাড়া সব জুয়েলারি মালিকদের শারদীয় উৎসবের শুভেচ্ছা জ🌺া🏅নিয়েছেন বাজুসের সভাপতি।