বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা মুহাম্মাদ মামুনুল হক বলেছে💫ন, “টঙ্গীর ইজতে💙মা ময়দানে যারা হামলা চালিয়েছে, তারা তাবলিগের সাথী নন। তারা ভিনদেশি শক্তির ছায়া। তারা এ দেশ থেকে ইসলামকে ধ্বংস করার জন্য ভিনদেশি এজেন্ডা বাস্তবায়ন করতে চাচ্ছে।”
শুক্রবার (২৭ ডিসেম্বর) বিকেলে বাইতুল মোকাররমের দক্ষিণ গেটে বাংলাদেশ খেলাফত যুব মজলিসের ১৫ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত যুব সমাবেশে সভাপতির বক💟্তব্যে তিনি এসব কথা বলেন।
মামুনুল হক বলেন, “আওয়ামী রেজিমের (শাসকগোষ্ঠী) কাজ ছিল দেশ থেকে ইসলামি চেতনা দূর করা। সেজন্য তারা শাহবাগীদের তৈরি করেছিল। শাহবাগের নাস্তিকদের এদেশের রাজনীতিতে যদি পুনর্বাসন করা হয় বা সহযোগিতা করা হয়, তাহলে প্রয়োজন হলে আমরা রক্ত দিয়ে হলেও তা থামিয়ে দেব। এ দেশে শাহবাগী নাস্তিকদের কোনো পুনর্বাসন হবে না।👍ജ“
বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব বলেন, “আওয়ামী লীগের রাজনীতি ছিল দেশের মানুষের বিভাজন তৈরি করার রাজꦰনীতি। তারা ট্যাগ দিয়ে মানুষকে বিভক্ত করেছে। জুলাইয়ে আন্দোলন চলাকালীন শেখ হাসিনা যখনই রাজাকারের বাচ্চা বলে ট্যাগ দিয়েছিল, তারপর থেকে তার দিন গণনা শুরু হয়ে গিয়েছিল।”
অন্তর্বর্তী সরকারের উদ্দেশে তিনি বলেন, “সরকারকে বলতে চাই, আপনাদের হাতে কম সময়। এই সময়ের 𝓀মধ্যে কাজগুলো শেষ করুন। আমাদের একটাই কথা, সংখ্যাগরিষ্ঠ মুসলমানের রাষ্ট্র বাংলাদেশে যাতে কোনো ইসলামবিরোধী আইন তৈরি না হয়। আমাদের লক্ষ্য এ দেশে ইসলামি খেল𝓀াফত প্রতিষ্ঠা করা।”
সমাবেশে প্রধান অতিথি হিসেবে🍰 উপস্থিত ছিলে🌱ন শায়খুল হাদিস আল্লামা ইসমাঈল নূরপুরী।