টিসিবির ট্রাকে পেঁয়াজ ৩০ টাকা

সংবাদ প্রকাশ প্রতিবেদক প্রকাশিত: অক্টোবর ১১, ২০২১, ১০:৪৯ এএম

পাইকারী ও খুচরা বাজারে পেয়াজের দাম যখন উর্দ্ধোমুখী তখন একমাত্র ভরসা ট্র🍸েডিং করপোরেশন অব বাংলাদেশ&💧nbsp;(টিসিবি)। জনগণের সুবিধার্থে টিসিবির ভ্রাম্যমান ট্রাকে পেঁয়াজ বিক্রি হচ্ছে ৩০ টাকায়।  

সোমবার (১♔১ অক্টোবর) সকাল থেকে টিসিবি ভ্রাম্যমাণ ট্রাকে তুরস্ক থেকে আমদানি করা পেঁয়াজ বিক্রি হচ্ছে।

দেশের বাজারে বর্তমানে পেঁয়াজের দাম অস্বাভাবিক বেড়ে গেছে। নিম্ন ও মধ্যবিত🧜্তদের কথা চিন্তা করে কমদামে পেঁয়াজ বিক্রির সিদ্ধান্ত নিয়েছে সরকꦡার। 

এর আগে রোববার (১০ অক্টোবর) টিসিবির মুখপাত্র হুমায়ুন কবির জানান, টিসিবির আমদানি করা তুরস্কের পেঁয়াজ চট্টগ্রাম বন্দরে এসেছে। ট্রাকসেলে পেঁয়াজের বরাদ্দ বাড়ানো হবে। প্রতি ট্রাকে ৭০০ কেজি করে পেঁয়াজ বরাদ্দ থাকবে। চাহিদা অনুযায়ী পর্যায়ক্রমে বরাদ্দ বাড়ানো হবে। এছাড়াও পেঁয়াজের সঙ্গে সয়াবিন তেল, মসুর ডাল ও চিনি বিক্রি 𓆏অব্যাহত থাকবে।"

🐟এদিকে দুর্গাপূজা উপলক্ষে নিত্যপ্রয়োজনীয় পণ্যসামগ্রীর মূল্য স্থিতিশীল রাখতে ৬ অক্টোবর থেকে টিসিবি পণ্য বিক্রি করছে।আগামী ২৮ অক্টোবর পর্যন্ত এ কার্যক্রম চলবে। প্রতি শুক্রবার টিসিবি পণ্য বিক্রি বন্ধ থাকবে🐷।

টিসিবি বর্তমানে প্রতি কেজি চিনি ও মসুর ডাল বিক্রি করছে ৫৫ টাকায়। সয়াবিন তেল ১০০ টাকা লিটার। ক্রেতারা জনপ্রতি  সর্বোচ্চ দুই কᩚᩚᩚᩚᩚᩚ⁤⁤⁤⁤ᩚ⁤⁤⁤⁤ᩚ⁤⁤⁤⁤ᩚ𒀱ᩚᩚᩚেজি চিনি, মসুর ডাল ও তেল এবং ৪ কেজি পেঁয়াজ কিনতে পারছেন।