সরকারের সঙ্গে বসতে চান ইভ্যালির মার্চেন্ট ও ভোক্তারা

সংবাদ প্রকাশ প্রতিবেদক প্রকাশিত: অক্টোবর ৯, ২০২১, ০৩:৫১ পিএম

ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির সিইও রাসেলকে নজরদারিতে রেখে ব্🐽যবসার সুযোগ দেওয়াসহ সাত দফা দাবিতে প্রতীকী অনশন করছেন ইভ্যালির মার্চেন্ট ও ভো♓ক্তারা।

শনিবার (৯ অক্টোবর) শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে এ কর্মস𝐆ূচি পালন করা হয়। এ সময় সাত দফা দাবি নি⛎য়ে সরকারের সঙ্গে আলোচনায় বসায় আহ্বান জানান তারা।

তাদের দাবিগুলো হলো : ইভ্যালির সিইও এবং চেয়ারম্যানের মুক্তি, রাসেলকে সময় দেওয়া, ইক্যাব প♊েমেন্ট গে✤টওয়ে মার্চেন্ট এবং ভোক্তা প্রতিনিধিদের সমন্বয় কমিটি গঠন, ই-কমার্স প্ল্যাটফর্মগুলোকে প্রণোদনা দেওয়া, ই-কমার্স প্ল্যাটফর্মগুলোকে বাণিজ্য মন্ত্রণালয় থেকে বাধ্যতামূলক লাইসেন্স নেওয়া, ই-কমার্স সেক্টরকে সরকারিভাবে সুরক্ষা দেওয়া।

প্ল্যাটফর্মটির সহ-সমন্বয়ক সাকিব বলেন, “আমাদের দাবি রাসেল ভাইকে অন্তত নজরদারিতে রেখে তাকে যেন ব্যবসার সুযোগ দেওয়া হয়। তিনি আমাদের আশ্বাস দিয়েছিলেন ছয় মাসের মধ্যে প্রোডাক্ট দেবেন। এক 🥂মাসের মধ্যে কিছু প্রোডাক্ট দিয়েছেনও। তাকে আমরা সময় দিতে চাই, এছাড়া আমাদের উপায়ও নেই।”

সরকারের সঙ্গে আলোচনায় বসতে চান উল্লেখ করে সাকিব বলেন, “হাজার হাজার মার্চেন্টের লক্෴ষ লক্ষ প্রোডাক্ꦉট নষ্ট হচ্ছে, আমরা ভোক্তারা প্রোডাক্ট পাচ্ছি না। এটার নিশ্চয়তা তো লাগবে। সিইও ও চেয়ারম্যান ছাড়া কীভাবে আমরা এসব প্রোডাক্ট পাব? আমরা সরকারের সঙ্গে দ্রুত আলোচনায় বসতে চাই, বসে এসব নিয়ে একটা সমাধানে আসতে চাই।”

এছাড়া প্ল্যাটফর্মটির প্রধান সমন্বয়ক নাসির উদ্দিন বলেন, “আমরা সাত দফা ꩵদাবি বাস্তবায়ন চাই। বাস্তবায়ন হলে আমাদের সম্ভাবনাময় ই-কমার্স সেক্টরকে অস্থিতিশীল অবস্থা থেকে মুক্ত করতে পারব। আমরা চাই অচিরেই এ দাবিগুলো বাস্তবায়ন করা হোক।”