করোনাভাইরাস প্রতিরোধে বাংলাদেশকে ২ লাখ ৬০০ ডোজ꧟ অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকা উপহার দিচ্ছে মালদ্বীপ।
শুক্রবার (৮ অকꦐ্টোবর) কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে টিকার চালান ঢাকায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবে।
এর🌱 আগে বুধবার (৬ অক্টোবর) রাতে মালদ্বীপে বাংলাদেশ হাইকমিশনের অফিশিয়াল ফেসবুক পেজে এ তথ্য জানায়।
ফেসবু𓄧ক পোস্টে বলা হয়, বাংলাদেশকে বন্ধুত্বের নিদর্শনস্বরূপ এই টিকা দিচ্ছে মালদ্বীপ। ২ লাখ ১ হাজার ৬০০ ডোজ অক্𝄹সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার উদ্ভাবিত করোনার টিকা উপহার দেওয়া হবে।
মালদ্বীপের স্বাস্থ্যমন্ত্রী আহমেদ নাসিম ও মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল 🃏হাসান এই উপলক্ষে একটি দ্বিপক্ষীয় চুক্তি স্বাক্ষর করেছেন।
সংশ্লিষ্ট ব্যক্𝓀তিরা আশা করছেন, মালদ্বীপের দেওয়া উপহারের এই টিকা দুই দেশের বিদ্যমান বন্ধুত্বপ💙ূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় করবে।