বিমানবন্দর রেলস্টেশনে গাঁজাসহ নারী গ্রেপ্তার

সংবাদ প্রকাশ প্রতিবেদক প্রকাশিত: অক্টোবর ৭, ২০২১, ০৫:২৯ পিএম

🉐রাজধানীর বিমানবন্দর রেলস্টেশন থেকে গাঁজাসহ জাহানারা বেগম (৪০) নামের এক নারীকে গ্রেপ্তার করা হয়েছে।

বৃহস্পতিবার⭕ (৭ অক্টোবর) দুপুরে তাকে গ্রেপ্তার করে রেলওয়ে থানা-পুলিশ। এ সময় তা𝔉র কাছ থেকে দুই কেজি গাঁজা জব্দ করা হয়।  

গণমাধ্যমকে এ তথ্য ♋নিশ্চিত করেছেন ঢাকা রেলওয়ে থানা বিমানবন্দর রেলস্টেশন পুলিশ ফাঁড়ির এএসআই সাকলাইন।

এএসআই সাকলাইন বলেন, “উপকূল এক্সপ্রেস ট্রেন থেকে বিমানবন্দর রেলস্টেশনে নামেন আটক জাহানারা। পরে তার ব্যাগ তল্লাশি করে দুই ꧅কেজি গাঁজা পাওয়া যায়। এ ঘটনায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।ꦍ”