সৈয়দপু💃র-কক্সবাজার রুটে প্রথমবারের মতো চালু হয়েছে বাংলাদেশ বিমানের সরাসরি ফ্লাইট। যাত্রীদের চাহিদার কথা বিবেচনা করেই নতুন এ রুটে বিমান চলাচল শুরু হয়েছে।
▨প্রথম অবস্থায় সপ্তাহে এক দিন সৈয়দপুর থেকে কক্সবাজারে সরাসরি ফ্লাইট চলাচল করবে বলে জানিয়েছে বিমান কর্তৃপক্ষ। এতে দেཧশীয় পর্যটন বিকাশের আশা কর্তৃপক্ষের।
বৃহস্পতিবার (৭ অক্টোবর) দুপুর ১২টা ১০ মিনিটে প্রথমবারের মতো ৭৪ জন যাত্রী নিয়ে বাংলাদেশ এয়ারলাইনসের একটি বিমান নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দর থেকে কক্সবাজারের উদ্দেশে ছেড়ে যায়। পর্যটন নগরী কক্সবাজারের সঙ্গে উত্তরবঙ্গের জেলাগুলোকে আকাশপথে সরাসরি ফ্লাইট সংযুক্ত করার মধ্য দিয়ে দেশিয় পর্যটন বিকাশের নতুন দিগন্তের উন্মোচন হলো। এতে খুশি কক্সবাজারগামী পর্যটকসহ যাতꦗ𝐆্রীরা।
এ প্রসঙ্💎গে যাত্রীরা জানান, সৈয়দপুরবাসীর স্বপ্ন আজ পূরণ হলো। এর জন্য আমরা আনন্দিত। সৈয়দপুর থেকে কক্সবাজার যেতে আমাদের কমপক্ষে ১৮ থেকে ১৯ ঘণ্টা সময় লাগে। সে ক্ষেত্রে বিমানে গেলে ১ থেকে দেড় ঘণ্টায় চলে যেতে পারব।
সৈয়দপুর-কক্সবাজার রুটে প্রথমবারের মতো সরাসরি ফ্𝄹লাইটের আনুষ্ঠানিক উদ্বোধন করেন💜 রেলমন্ত্রী।
এ বিষয়ে রেলপথমন্ত্রী নূরুল ইসলাম বলেছেন, “শুধু বিমান নয়, রেলযোগে এ অঞ্চলের মানুষ যেন সরাসরি কক্সবাজারের সঙ্গে যুক্ত হতে পারে আমরা তা নিশ্চিত করব। আগামী বছর ডিসেম্বর পর্যন্ত আম🔯রা রেলযোগে সৈয়দপুর ও কক্সবাজারকে সংযুক্ত করব।”
এ সময় আরও উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. মাহবুব আলীসহ স্থানীয় সংসদ সদস্য ও বিমানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।