পল্লবী থেকে নিখোঁজ তিন কলেজছাত্রী উদ্ধার

সংবাদ প্রকাশ প্রতিবেদক প্রকাশিত: অক্টোবর ৬, ২০২১, ০৩:৪৪ পিএম
প্রতীকী ছবি

রাজধানীর পল্লবী থেকে নিখোঁজ তি༺ন কলেজছাত্রীকে আব্দুল্লাহপুর থ🌜েকে উদ্ধার করেছে র‍্যাব।

পল্লবীর বাসা থেকে বের হওয়ার পর প্রথমে তারা🔥 কুমিল্লায় যান, পরে কক্সবাজার সি সাইন হোটেলে ওঠেন। ফেরার পথে গাজীপুর থেকে র‍্যাব তিন কলেজছাত্রীকে উদ্ধারᩚᩚᩚᩚᩚᩚ⁤⁤⁤⁤ᩚ⁤⁤⁤⁤ᩚ⁤⁤⁤⁤ᩚ𒀱ᩚᩚᩚ করে।

র‍্যাব-৪-এর অধি🦋নায়ক মোজাম্মেল হোসেন বি🍸ষয়টি নিশ্চিত করেছেন। 

মেহজাবিন নামের এক🌞 নারী তাদের প্ররোচিত করেছে বলে 🎃দাবি করেছেন উদ্ধারকৃত কলেজছাত্রীরা। 

তবে তাদের বক্তব্য খতি꧅য়ে দেখা হচ্ছে বলে জানিয়ে🐎ছে র‌্যাব।

এর আগে গত বৃহস্পতিবার রাজধানীর পল্লবীর বাসা থেকে বের হয়ে তিন কলেজছাত্রী নিখোঁজ হন। এ ঘট♔নায় পল্লবী থানার পুলিশ চারজনকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার চারজনের মধ্যে নিখোঁজ হওয়া কিশোরীদের বন্ধু-বান্ধব ও দুজন প্রেমিক রয়েছে বলে পুলিশের দাবি।

নিখোঁজ🧔 শিক্ষার্থীদের পরিবারের অভিযোগ, তারা নগদ টাকা, স্বর্ণালংকার ও মুঠোফোন নিয়ে যান।