নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

সংবাদ প্রকাশ প্রতিবেদক প্রকাশিত: অক্টোবর ৫, ২০২১, ০৩:৫২ পিএম
প্রতীকী ছবি

রাজধানীর রামপুরা🃏য় নির্মাণাধীন ভবন থেকে পড🍷়ে শাকিল আহমেদ (২২) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। 

মঙ্গলবার (৫ অক্টোবর) সকাল ৮টায♏় রামপুরা কাঁচাবাজার এলাকায় এ ঘটনা ঘ♉টে।

শাকিলেꦦর সহকর্মী রশিদুল ইসলাম বলেন, “শাকিল আহমেদ পেশায় একজন রাজমিস্ত্রি। রামপুরা কাঁচাবাজার এলা✤কায় একটি নির্মাণাধীন আটতলা ভবনের দ্বিতীয় তলায় বাঁশের মাচা খোলার সময় অসাবধানতাবশত নিচে পড়ে যান। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে সকাল ৯টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।”

এ বিষয়ে ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু ম🉐িয়া বলেন, “মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।”

নিহত শাকিল নির্মাণাধীন ভবনেই থাকতেন বলে জানান তি꧒নি।