রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে এক আলোচনা সভায় বিএনপির নেতা-কর্মীদের ঢল নꦍেমেছে।
শনিবার (২ অক্টোবর) সকাল ১০টায় ‘২০০১ সালের ১ অক্টোবর তত্ত্বাবধায়ক সরকারের অধীনে সর্বশেষ নিরপেক্ষ নির্বাচন’ শীর্ষক আলোচনাটি শুরু হয়। তবে এর এক ঘণ্টা আগেই নেতা-কর্মীদের সমাগমে পরিপূর্ণ হয়ে যায় পুরো𒊎 মিলনায়তন। অনেক নেতা-কর্মীকে সভাস্থলের বাইরেও অবস্থান নিতে দেখা গেছে।
আলোচনা সভা﷽য় সভাপতিত্ব করছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিপুল পরিমাণ নেতা-কর্মীদের সমাগমে💖 এবং স্লোগানে বিশৃঙ্খলার সৃষ্টি হলে মির্জা ফখরুল নেতা-কর্মীদের শৃঙ্খলা বজায় রাখতে নির্দেশ দেন।
মির্জা ফখরুল ডায়াসে দাঁড়িয়ে নেতা-কর্মীদের উদ্💮দেশে বলেন, “ডো﷽ন্ট ডু ইট। উত্তর-দক্ষিণ স্লোগান দেবেন না। কোনো স্লোগান হবে না। আজকে এটা আলোচনা সভা, জনসভা না। প্লিজ, শৃঙ্খলা রক্ষা করো।”
তরুণদের উদ্দেশে বিএনপি মহাসচিব বলেন, “সভার গুরুত্ব অনুধাবন করুন। বিএনপির সভার জায়গাগুলো বন্ধ হয়ে গেছে। শৃঙ্খলা রক্ষা করতে না পারলে আর সভা করা যাবে না। দয়া করে শৃঙ্খলা ভঙ্গ করবেন না। আমাদের প্রেসক্লাবে সভা হওয়ার༺ কথা ছিল, সেখানেও বন্ধ হয়েছে।&⛦rdquo;
শুক্রবার (১ অক্টোবর) এই আলোচনা সভাটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। বিএনপির নেত🅺ারা চেয়েছিলেন জাতীয় প্রেসক্লাবের মিলনায়তনে এই আলোচনা সভার করার অনুমতি চেয়েছিলেন। কিন্তু অনুমতি না পাওয়ায় শনিবার (২ অক্টোবর) ইঞ্জিনিয়ার্ꩵস ইনস্টিটিউশনে সভার আয়োজন করতে হয়।