প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে নৌকাবাইচ

সংবাদ প্রকাশ প্রতিবেদক প্রকাশিত: সেপ্টেম্বর ২৬, ২০২১, ০৮:৫৩ পিএম
ফাইল ছবি

প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে নৌপরিবহন মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ অভ্যন্তরীণ 🌸নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) আগামী ২৮ সেপ্টেম্বর বুড়িগঙ্গা নদীতে নৌকাবাইচের আয়োজন করেছ▨ে।

ওইদিন বিকেল ৪টায় বরিশুর লঞ্চঘাটে নৌকাবাইচ🎶ের উদ্বোধন করবেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্🍷রী মো. জাহিদ আহসান রাসেল।

রোববার (২৬ সেপ্টেম্বর) নৌপরিবহন মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার মো. জাহাঙ্গীর আ🙈লম খান এসব তথ্য জানিয়েছেন।

অনুষ্ঠানে সম্মানিত অতিথি হি😼সেবে উপস্থিত থাকবেন, নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নুর তাপ✱স, ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র মো. আতিকুল ইসলাম, সংসদ সদস্য অ্যাডভোকেট মো. কামরুল ইসলাম ও হাজী মো. সেলিম।

এ উপলক্ষে ♍কামরাঙ্গীরচর শেখ জামাল সরকারি মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় সুধি সমাবেশ ও পুরস্কার বিতরণের আয়োজন করা হয়েছে।

এছাড়া নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ মেজবাহ উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে 🤡অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখবেন বিআইডব্লিউটিএ’র চেয়ারম্যান কমডোর গোলাম সাদে𝓡ক।