কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকীকে (বীর উত্তম) রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব♛ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) ভর্তি করা হয়ে🎶ছে।
বুধবার (১৫ সেপ্টে𒈔ম্বর) বিকেলে দলটির যুগ্ম সম্পাদক ইকবাল সিদ্দিকী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে ෴এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গতকাল (মঙ্গলবার) পেটে ব্যথা শুরু হলে বঙ্গবীর কাদের সিদ্দিকীকে বিএসএমএমইউর𝔍 😼মেডিসিন বিভাগে ভর্তি করা হয়। সেখানে তার গলব্লাডারে পাথর ধরা পড়ে।
বর্তমানে তিনি জেনারেল সার্জারি বিভাগের অধ্যাপক এ এইচ এম তৌহি🧜দুল আলমের চিকিৎসাধীন। তার সুস্থতার জন্য তিনি সবার দোয়া চেয়েছেন বলಌে জানান ইকবাল সিদ্দিকী।