রাজধানীর খিলগাঁওয়ের মেরাদিয়ার একটি বাসা থেকে মো. পারভ♋েজ সরদার (২৩) ෴নামে এক যুবকের গলায় ফাঁস দেওয়া মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (১৩ সেপ্টেম্বর) মেরাদিয়ার নোয়াপা🌊ড়া এলাকায় রাতে ঘটন♔াটি ঘটে।
খিলগাঁও থানার এসআই সরোয়ার হোসেন জানান, খꦆবর পেয়ে আমরা মেরাদিয়া নোয়াপাড়া এলাকার একটি বাসার দুই তলা থেকে সিলিং ফ্যানের সঙ্গে গলায় গামছা প্যাঁচানো অবস্থায় তার মরদেহ উদ্ধার করি। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢ♔ামেক মর্গে পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, আম🔜রা বাসার লোকজনের কাছে ঘটনার বিষয়ে জানার চেষ্টা করলে তারা এ বিষয়ে কিছুই বলতে পারেননি। তবে বিস্তারিত জানার চেষ্টা চলছে।
ময়নাতদন্ত প🍸্রতিবেদন পেলে বিস্তারিত জানা যাবে ব♏লে জানান এসআই সরোয়ার।
নিহ🎃ত যুবকের গ্রামের বাড়ি রং꧒পুরের মিঠাপুকুর উপজেলার গুনিনাথপুর গ্রামে। বর্তমানে খিলগাঁওয়ের ওই বাসায় থাকতেন।