হাতিরঝিলে সড়ক দুর্ঘটনায় আহত ৩

সংবাদ প্রকাশ প্রতিবেদক প্রকাশিত: সেপ্টেম্বর ৮, ২০২১, ০৯:৪০ এএম

রাজধানীর হাতিরঝিলে প্রাইভেট কারের সঙ𝐆্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমু♉খি সংঘর্ষের ঘটনায় তিনজন গুরুতর আহত হয়েছেন।

মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) রাত ৩টার দিকে&nbs꧙p;মধুবাগ ব্রিজে একম🃏ুখী চলাচলের সড়কে এ দুর্ঘটনা ঘটে।

☂হাতিরঝিল থানা-পুলিশ জানায়, গাড়িটির মালিক মদ্যপ অবস্থায় থাকায় নিয়ন্ত্রণ হারিয়ে এ দুর্ঘটনা ঘটে। অটোরিকশা সঠিক লেনে চলাচল করছিল। সড়কে উল্টো দিক থেকে আসা গা♓ড়িটি মুখোমুখি ধাক্কা দেয় অটোরিকশারকে। এতে মারাত্মক আহত হন অটোরিকশারচালক উত্তম কুমারসহ দুই যাত্রী। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে।

༒ব্যক্তিগত গাড়িটির মালিক ব্যবসায়ী মো. জামানিকে স্থানীয়রা আটক করে। তিনি গাড়িটি চালানোর কথা অস্বীকার করেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, গাড়িতে চালক ছাড়া অন্য কেউ ছিলেন না।
 
পুলিশ গাড়ির মাল🅷িককে আটক করে থানায় নিয়ে যায়। গাড়ি দুটি পুলিশ হেফাজতে রয়েছে বলে জানায় হাতিরঝিল থানা-পুলিশ।