ছিনতাইকৃত স্বর্ণালংকারসহ গ্রেফতার ৩

সংবাদ প্রকাশ প্রতিবেদক প্রকাশিত: সেপ্টেম্বর ৬, ২০২১, ০৪:৩৬ পিএম

রাজধানীর যাত্রা🍷বাড়ী থেকে ছিনতাই করা স্বর্ণালংকারস💜হ ৩ জনকে গ্রেফতার করেছে র‌্যাব-১০। 

সোমবার (৬ সেপ্টেম্বর) র&zwnj🔯;্যাব ১০ এর সহকারী পুলিশ সুপার এনায়েত করীম সোয়েব 𒐪গণমাধ্যমকে এ তথ্য জানান।

এনায়েত করীম সোয়ে বলেন, 𝔍‘‘ গত ৫ আগস্ট সন্ধ্যা থেকে অভিযান পরিচালনা করে রাজধানীর দক্ষিণ যাত্রাবাড়ী এলাকা থেকে একটি স্বর্ণের চেইনসহ ৩ ছিনতাইকারীকে গ্রেফতার করা হয়⛄েছে।’’

গ্রেফতারকৃতরা হলো- মো. আসিফ (২০), মো. রিফাত (২৩) ও মো. মাসুম (৩০)। এ সময় ত🎀াদের কাছ থেকে একটি স্বর♔্ণের চেইন উদ্ধার এবং ছিনতাই কাজে ব্যবহৃত একটি ছোরা, দু’টি ছুরি ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়।

এদিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা র‌্যাবকে জানায়, গ্রেফতার হওয়া ব্যক্তিরা বඣেশ কিছু দিন ধরে যাত্রাবাড়ীসহ আশপাশের বিভিন্ন এলাকায় ছিনতাই করে আসছিল বলে স্বীকার করে।

তারা পথচারীদের ভয় দেখিয়ে স্বর্ণালংকার, টাকা-পয়সা ও মোবাইল ফোনসহ অন্যান্য মূল্যবান সম্পদ ছিনতাই করে। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা করা হয়েছে বলেও 🐻জানান এই কর্মকর্তা।