বেড়েই চলেছে এলপিজি ও অটোগ্যাসের দাম

সংবাদ প্রকাশ প্রতিবেদক প্রকাশিত: আগস্ট ৩১, ২০২১, ০২:৩৩ পিএম

দেশের বাজার♒ে টানা তৃতীয় মাসে বাড়ানো হলো সিলিন্ডারে বিক্রি হওয়া তরলীকৃত পেট্রোল🏅িয়াম গ্যাস বা এলপিজির দাম। আন্তর্জাতিক বাজারে দাম বাড়ার কারণ দেখিয়ে এমনটা করা হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

মঙ্গলবার এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এই দাꦜম বাড়ানোর ঘোষণা দেন কমিশনের চেয়ারম্যান আব্দুল জলিল।

বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন-বিইআরসি মূসকসহ প্রতি কেজি এলপিজির দাম ৮২ টাকা ৭২ পয়সা থেকে বাড়িয়ে ৮৬ টাকা ০৭ প🎃য়সা নির্ধারণ করেছে।

নতুন মূল্যহার অনুযায়ী সবচেয়ে বেশি প্রচল💝িত ১২ কেজি ওজন꧅ের একটি এলপিজি সিলিন্ডারের দাম পড়বে মূসকসহ ১০৩৩ টাকা।

আব্দুল জলিল জানান, আগস্ট মাসের সৌদি সিপি বা পাইকারি মূল্যহারের সঙ্গে সমন্বয় করে সেপ্টেম্বর মাসের 🀅জন্য এই দাম নির্ধারণ করা হয়েছে। ১ সেপ্টেম্বর থেকে এ দাম কার্যকর হবে।

এর আগে গত অগাস্ট মাসে প্রতি কেজি এলপিজির দাম ৮ টাকা করে বাড়ানো হয়েছিল। জুলাই মাসে প্রত🐎ি কেজি এলপিজির খুচরা মূল্য ৭০ টাকা ১৭ পয়সা থেকে বাড়িয়ে করা হয়েছিল ৭৪ টাকা ২৪ পয়সা।