রাজধানীতে দিনে-দুপুরে দরজার তালা ভেঙ্গে সংবাদ প্রকাশের জ্যেষ্ঠ সহ-সম্পাদক প্রণཧব আচার্য্যের বাসায় চুরির ঘটনা ঘটেছে।
সোমবার (২৩ আগস্ট) দুপুরের দিকে রামপুরা ওমর আলী লেনের ২৫/সি/৬ নম্বর বাসায় এই চুরির ঘটনা ঘটে। প্রণব আচার্য্য ওই বাসায় ভাড়া থাকতেন। একই সময়ে ওই ভবনের আরো একটি ফ্ল্যাটেও ✤চুরির ঘটনা ঘটেছে।
প্রণব আচার্য্য জানান, গত শনিবার (২১ আগস্ট) তিনি ব্যক্তিগত কাজে স্ত্রীকে নিয়ে গ্রামের বাড়ি নোয়াখালী যান। আজ সোমবার দুপুಞরে এক প্রতিবেশি তার স্ত্রীকে ফোন করে জানান তাদের এবং পাশের একটি বাসায় চুরি হয়েছে। খবর পেয়ে তিনি নোয়াখালী থেকে ঢাকা আসেন এবং দেখেন কে বা কারা তার বাসার সব তছনছ করে রেখে গেছে।
সাংবাদিক প্রণব আরো জানান, চোর তার বাসা থেকে নগদ অর্থ ও স্বর্ণালঙ্কার চুরি করে 🌄নিয়ে গেছে। এ ঘটনায় তিনি রাজধানীর হাতিরঝিল থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন।
এ বিষয়ে জানতে চাইলে হাতিরঝিল থানার ডিউটি অফিসার মাসুদ বলেন, "ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়💃টি গুরুত্বসহকারে দেখা হচ্ছে।"