পূজায় জঙ্গি হামলার হুমকি নেই : র‍্যাব ডিজি

সংবাদ প্রকাশ প্রতিবেদক প্রকাশিত: অক্টোবর ৩, ২০২২, ০১:২০ পিএম

শারদীয় দুর্গাপূজায় জঙ্গি হামলার কোনো🃏 হুমকি নেই বলে জানিয়েছেন র‌্যাপিড অ্যাকশন ব্যাটা﷽লিয়নের (র‌্যাব) নবনিযুক্ত মহাপরিচালক (ডিজি) এম খুরশীদ হোসেন।

সোমবার (৩ অক্টোবর) দুপুরে রাজধানীর বনানী পূজামণ্ডপ ও সার্বিক নিরাপ🃏ত্তাব্যবস্থা পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা বলেন র‍্যাব ডিজি।

খুরশীদ হোসেন বলেন, “আমরা আত্মতৃপ্তিতে ভুগছি💛 না🌳। জঙ্গিদের যেকোনো নাশকতা নস্যাৎ করে দিতে র‍্যাবের কমান্ডো টিম ও হেলিকপ্টার প্রস্তুত রয়েছে।”

র‌্যাব প্রধান আরও বলেন, “যেকোনো উদ্ভূত পরিস্থিতির জন্য ডগ স্কোয়া♑ডকে প্রস্তুত রাখা হয়েছে। পূজামণ্ডপসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে স্যুইপিং পরিচালনার পাশাপাশি র‍্যাবের বোম্ব ডিসপোজাল ইউনিট, র‍্যাব স্পেশাল ফোর্সের কমান্ডো টিম ও র‍্যাবের এয়ার উইংয়ের হেলি🎶কপ্টার প্রস্তুত রয়েছে।”

র‍্যাব ডিজি আরও জানান, দুর্গাপূজায় 🍸অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় পর্যাপ্তসংখ্যক র‍্যাব সদস্য মোতায়েন ও গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে।