‘৮ শতাধিক মানব পাচারকারিকে গ্রেপ্তার করেছি’

সংবাদ প্রকাশ প্রতিবেদক প্রকাশিত: সেপ্টেম্বর ২৮, ২০২২, ১১:৩৮ এএম

দায়িত্বকালীন ৮ শতাধিক মানব পাচারকারিকে গ্রেপ্তার করেছেন বলে জানিয়েছেন র‌্যাপিড অ্যাকশন ব্যা♌টালিয়✨নের (র‍্যাব) মহাপরিচালক চৌধুরী আবদুল্লাহ আল মামুন।

তিনি বলেছেন, “দায়ি🍷ত্ব পালনকালে র‍্যাব ফোর্সেস ৩৬ হাজার মাদক কারবারি ধরা🐬 ও ২৩ কোটি টাকা মূল্যের মাদকদ্রব্য জব্দ করেছি।”

বুধবার (২৮ সেপ্টেম্বর) সকাল🌌 ১০টায় রাজধানীর কারওয়ান বাজার র‍্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত মতবিনিময় সভায় এসব তথ্য জানান সদ্য বিদায়ী র‍্যাব মহাপরিচালক চৌধুরী আবদুল্লাহ আল মামুন।

চৌধু𝐆রী আবদুল্লাহ আল মামুন বলেন, “৩৬ হাজার 🍸মাদক কারবারিকে গ্রেপ্তার করেছি। সারা দেশ থেকে আমরা ২৩ কোটি টাকা মূল্যের মাদকদ্রব্য জব্দ করেছি। ৭৭ হাজার বোতল মাদকের চালান জব্দ করতে পেরেছি।”

তিনি বলেন, “মাদকদ্রব্যের পাশাপাশ෴ি আমরা ৩ হাজারের অধিক অস্ত্র উদ্ধার করা হয়েছে। ৬ হাজার নারী নির্যাতন🤡কারী ও ধর্ষককে গ্রেপ্তার করেছি।”

মতবি🧜নিময় সভায় উপস্থিত ছিলেন, র‍্যাবের মিডিয়া ও লিগ্যাল উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈনসহ র‍📖্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

এদিকে পুলিশের নতুন মহাপরিদর্শক (আইজিপি) হিসেবে নিয়োগ পেয়েছেন চৌধুরী আবদুল্লাহ আল মামুনꦦ। তিনি বর্তমান আইজিপি ড. বেনজীর আহমেদের স্থলাভিষ✅িক্ত হচ্ছেন।