অনৈতিক সম্পর্কেই কথিত ‘দাদা’ খুন, দম্পতি আটক

সাভার প্রতিনিধি প্রকাশিত: সেপ্টেম্বর ২৪, ২০২২, ১২:৪৬ পিএম

অনৈতিক সম্পর্কের কারণেই গ্রཧাম থেকে বেড়াতে আসা কথিত ‘দাদা’ উজীর আলী মন্ডলকে হত্যার ঘটনা ঘটেছে বলে জানিয়ে🐼ছে পুলিশ। এ ঘটনার সঙ্গে জড়িত ওই দম্পতিকে আটক করা হয়েছে।

শনিবার (২৪ সেপ্টেম্বর) স🤪কালে আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) আল মামুন কবির এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে, শুক্রবার (২৩ সেপ্টেম্ব🌄র) সকালে ঝিনাইদহ সদর থানা এলাকা থেকে ওই দম্পতিকে আটক করে পুলিশ।

আটকরা হলেন, কুষ্টিয়া জেলার মীরপুর থানার পোড়াদহ এলাকার গোবিন্দপুর গ্রা𝓡মের রবিউলের ছেলে টুটুল (২২) ও টুটুলে স্ত্রী জেসমিন (২০)।

অন্যদিকে হত্যার🃏 শিকার উজীর আলী মন্ডল ও টুটুলের বাড়ি একই গ্রামে। উজীর মন্ডল প্রতিবেশী সম্পর্🉐কে দাদা হত টুটুলের।

এ বিষয়ে আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) আল মামুন 🐈কবির জানান, হত্যার ঘটনার পর থেকেই ওই দম্পতি পলাতক ছিলেন। ওই দম্পতিকে প্রযুক্তির সহায়তায় অবস্থান নিশ্চিত করে আটক করা হয়েছে। প্রাথমিকভাবে জানা যায়, টুটুলের স্ত্রী জেসমিনের সঙ্গে উজীরকে আপত্তিকর অবস্থায় দেখে ফেলায় ক্ষোভের জেরে হত্যার ঘটনা ঘটতে পারে।

গত ১৭🤪 সেপ্টম্বর রাতে ওই দম্পতিদের আশুলিয়ার পূর্ব ডেন্ডাবর মহল্লার আসলামের মালিকানাধীন ভাড়া বাসায় বেড়াতে আসেন। তবে, পরের দিন সকাল থেকে তাদের কক্ষে কোনো সাড়া শব্দ ছিল না। এরপরে রাতে সন্দেহ হলে ঘরের তালা ভেঙে বিছানার ওপর ওই ব্যক্তির গামছা পেছান অবস্থায় মরদেহ দেখতে পান প্রতিবেশীরা।