হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে 𓄧বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে ঢাকা মহানগর পুলিশের সব ইউনিটকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম।
বুধবার সকালে ডিএমপি সদরদপ্তরে আগস্ট মাসের মাসিক অ꧒পরাধ পর্যালোচনা সভায় তিনি এ নির্দেশনা 💖দেন।
ডিএমপি কমিশনার বলেন, “ঢাকা মহানগরের পূজামণ্ডপে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যাতে ঘটতে না পারে সেজন্য সকলকে পূজা চলাকালে পরিশ্রম করতে হবেꦐ।”
এ বছর পূজামণ্ডপে আ🎀নসার সদস্যরা স্থায়🤡ীভাবে থাকবে জানিয়ে পুলিশকেও পূজা চলাকালে মণ্ডপে অবস্থান করে দায়িত্ব পালনের নির্দেশ দেন তিনি।
এ 🎶বছর দেশের ৩২ হাজার ১৬৮টি মণ্ডপে পূজা উদযাপন করা হবে। ঢাকা মহানগরে মণ্ডপের সংখ্যা ২৪৩টি। আগামী ১ অক্টোবর ষষ্ঠীর মধ্য দিয়ে পূজার আনুষ্𝕴ঠানিকতা শুরু হবে আর শেষ হবে ৫ অক্টোবর।
মোহা. শফিকুল ইসলাম বলেন, “রাজনৈতিক কর্মসূচিতে সংঘাত বাড়ানোর জন্য কিছু মানুষ𓆏 কাজ করে, তাদের বিষয়েও সতর𓆉্ক থাকতে হবে। এসব মিছিল মিটিংয়ে যাতে কোনো ধরনের প্রাণহানির ঘটনা না ঘটে সে দিকেও লক্ষ রাখতে হবে।”
মাসিক অপরাধ পর্যালোচনা সভায় গত আগস্ট মাসের খাতওয়ারি অপরাধ চিত্রের বিবরণী পর্যালোচনা করা হয়। সভায় বরাবরের মতো ঢাকা মহানগরের আইনশৃঙ্খলা রক্ষা ও জননিরাপত্তা বিধানসহ ভালো কাজ💦ের স্বীকৃতি হিসেবে শ্রেষ্ঠ পুলিশ অফিসারদের পুরস্কার দেন ডিএমপি কমিশনার।