নিখিলসহ যুবলীগের ২০ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলার আবেদন

সংবাদ প্রকাশ প্রতিবেদক প্রকাশিত: সেপ্টেম্বর ২০, ২০২২, ০২:৫২ পিএম

বিএনপির সমাবেশে হামলার অভিযোগে🌠 কেন্দ্রীয় যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিলসহ ২০ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলার আবেদন করা হয়েছে।

মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেনেরꦅ আদালতে বাদী হয়ে ঢাকা বারের সাবেক সেক্রেটারি মো. ওমর ফারুক🅠 ফারুকী মামলার আবেদন করেন।

মাইনুল হোসেন খান নিখিল ছাড়া অন্যরা হলেন সংসদ সদস্য কামাল আহমেদ মজুমদার, সংসদ সদস্য ইলিয়াস উদ্দিন মোল্লা, আগা খান মিন্টু, এম এ মান্নান কচি, ইসমাইল হোসেౠন। এছাড়া আরও ৪০০-৫০০ জন অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করা হয়েছে।

বিএনপির আইনজীবী মাসুদ আহমেদ তালুকদার জানান, আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করেছেন এবং পরে আদেশ দেবেন।