আলোচনা সাপেক্ষে ডিমের দাম নির্ধারণ করা হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। তিনি বলেছেন, “ভারত থেকে ডিম আমদানি কর൩ে কম দামে ভোক্তাদের দেওয়ার পক্ষে আমি।”
শনিবার (১৭ সেপ্টেম্বর) দুপুর ১২টায় জাতীয় প্রেসক্লাবের মাওলানা মোহাম্মদ আকরাম খাঁ মিলনায়তনে ‘মিট দ্য ওকাব উইথ টিপু মুনশি’ শীর্ষক আলোচনায় তিনি এসব কথা বলে🦋ন।
টিপু মুনশি বলেন, “আমাদের ভোক্তা ও কৃষক উভয়কেই দেখতে হবে। কৃষি মন্ত্রণালয় পজিটিভ হলে ডিম আমদ💎ানি করা হবে। এদিকে যথেষ্ট হিমাগার না থাকায় অনেক পেঁয়াজ পচে যায়। ফলে সেপ্টেম্বরে আমাদের পেঁয়াজ আমদানি করতে হয়।”
যুক্তরাষ্ট্রের দৃষ্টিভঙ্গির কারণে আমরা চীন থেকে কিছুটা সরে এসেছি জানিয়ে মন্ত্র🥃ী বলেন, “আমাদের আমﷺদানিতে চীন-ভারতের ওপর নির্ভরতা আছে। আমাদের ইন্ডাস্ট্রি তৈরি না হওয়া পর্যন্ত এই নির্ভরশীলতা থাকবে।”
তিনি আরও বলেন, “রোꩲহিঙ্গারা যে যাবে না, তা বোঝা যাচ্ছে। রোহিঙ্গাদের ফেরত নেওয়ার মাধ্যমেই মিয়ানমারের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক স্বাভাবিক হবে। মিয়ানমারে কিছওু গার্মেন্টস বন্ধ হওয়ায় আমাদের রপ্তানি বৃদ্ধি পেয়েছে।”
সেপা চুক্তি নিয়ে টিপু মুনশি বলেন, “ডিসেম্বর নাগাদ দুই পক্ষ বসে ভারতের সঙ্গে সেপা চুক্তির বꦬিষয়ে সমাধান করা হব🌄ে। ইন্দোনেশিয়াসহ কয়েকটি দেশের সঙ্গে পিটিএ-এফটিএ চুক্তির চেষ্টা চলছে।”