সাড়ে ৬ কোটি টাকার সোনা জব্দ

চুয়াডাঙ্গা প্রতিনিধি প্রকাশিত: সেপ্টেম্বর ১৫, ২০২২, ০৮:৪৯ পিএম

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার নাস্তিপুর সীমান্তে অভিযান চালিয়ে ৫৮টি সোনার বার জব্দ করেছে বডার গার্ড ব্যাটালিয়ন (বিজিবি)। বারগুলোর আনুমানিক মূল্য ৬ কোটি ৬০ লাখ ৩৫ হাজার ৪৭ꦑ টাকা। এসময় এক পাচারকারীকে আটক করা হয়।

বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে বারাদী বিওপির হাবিলদার মো. জুলহাস উদ্দিন এ অভ𒉰িযান পরিচালানা করেন।

আটক পাচারকারী রাকিবুল ইসলাম (৩৮) উপজেলার দর্শনা থানার নাস্তিপুর গ্রামে🔥র মৃত আব্দুল হাইয়ের ছেলে।

🌼বিজিবির চুয়াডাঙ্গা-৬ ব্যাটালিয়নের অধিনায়ক লে.কর্নেল শাহ মো. ইশতিয়াক পিএসসি জানান, বাংলাদেশ থেকে চোরাকারবারীরা সোনার চালান নিয়ে ভারতে পাচার করছে গোপনে এমন খবর পায় বিজিবি। এরপর উপজেলার নাস্তিপুর সীমান্তের ৭৯ নম্বর পিলারের ৫০০ গজ অভ্যন্তরে বারাদী বিওপির হাবিলদার মো. জুলহাস উদ্দিন একদল বিজিবি সদস্য নিয়ে অভিযান চালান। অভিযানে রকিবুলকে মোটরসাইকেলসহ আটক করা হয়। এ সময় মোটরসাইকেলের ইয়ার ক্লিনারের বক্সের ভেতরে গোপনে লুকিয়ে রাখা ১১টি প্যাকেটে ৯ কেজি ৮৬০ গ্রাম ওজনের ৫৮টি সোনার বার জব্দ কর বিজিবি।

ইশতিয়াক আরও জানান, ভারতে পাচারের উদ্দেশ্যে সোনার বারগুলো বিশেষ কায়দায় মোটরসাইকেলে বহন করছিল চোরাকারবারী। সোনার বারগুলোর বর্তমান বাজার মূল্য আনুমানিক ৬ কোটি ৬০ লাখ ৩৫ হাজার ৪৭ টাকা। বারগুলো চুয়াডা꧟ঙ্গা ট্রেজারি অফিসে জমা করা হয়েছে।  আটক রকিবুলের বিরুদ্ধে মামলা হয়েছে।