তিন মেছোবাঘ উদ্ধার

ঝিনাইদহ প্রতিনিধি প্রকাশিত: সেপ্টেম্বর ১৪, ২০২২, ০৬:২৮ পিএম

ঝিনাইদহ শৈলকুপা উপজেলার গাং🔴কুলা গ্রামে সেচ পাম্পের পাইপে꧒র ভেতর থেকে তিন মেছোবাঘ উদ্ধার করেছেন গ্রামবাসী।

বুধবার সকালে (১৪ সেপ্টেম্বর) বিষয়টি জানাজানি হওয়ার পর মেছোবাঘগুলো দেখার জন্য ভ🔯িড় জমান এলাকাবাসী। এর আগে মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) রাতে প্রাণীগুলোকে উদ্ধার করা হয়।

গাংকুলা গ্রামের বাসিন্দা মুনমুন ইসলাম জানান, তিনি রাতে সেচ পাম্পের হাউসের ভেতর ‘বাঘের’ গর্জনের ꦦমতো শব্দ শুনতে পান। এতে আতঙ্কিত হয়ে পড়েন তিনি। টর্চের আলো দেখে ‘বাঘের’ মতো দেখতে একটি প্রাণী দৌড়ে পালিয়ে যায়। এদিকে মুনমুন চিৎকার দিয়🐷ে উঠেন। তার চিৎকার শুনে এলাকাবাসী ঘটনাস্থলে গেলে একটি মা মেছোবাঘ ও তার দুটি শাবক দেখতে পান।

জেলা বন বিভাগের কর্মকর্তা সিরাজুল ইসলাম জানান, একটি শাবক মারা গেছে। অপর শাবক ও মা মেছোবাঘটি উদ্ধার করে বনে ছাড়া হবে। এসব প্রাণী ꦇআমাদের জীববৈচিত্র ও পরিবেশের জন্য খুবই উপকারী।