ডেঙ্গুতে আক্রান্ত আরও ৩৪৫, মৃত্যু ৪

সংবাদ প্রকাশ প্রতিবেদক প্রকাশিত: সেপ্টেম্বর ১২, ২০২২, ০৮:০৬ পিএম

সারা দেশে গত ২৪ ঘণ্টায় (রোববার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা🎀 পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে চারজনের মৃত্যু হয়েছে। এখন পর্যন্ত ডেঙ্গুতে ৩৭ জনের মৃত্যু হলো। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৪৫ জন। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি থাকা ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ১১২।

সোমবার (১২ সেಞপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার অ্যান্ড কন্ট্রোল রুমের নিয়মিত ডেঙ্গু বিষয়ক প্রতিবেদনে এসব তথ্যಌ জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, রোববার সকাল ৮টা থেকে শুরু করে সোমবার একই সময়ের মধ্যে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে সারা দেশে ৩৪৫ জন হাসপাতালে ভর্তি হয়েছে। নতুন আক্রান্তদের মধ্যে ২২৮ জন ঢাকার বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। ঢাকার বাইরে চিকিৎসা নিচ্ছেন ১১৭ জন। বর্তমানে দে༒শের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ১ হাজার ১১২ জন ভর্তি রয়েছেন। তাদের মধ্যে ঢাকার ৪৭টি সরকারি ও বেসরকা꧒রি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ৮৫৩ জন। ঢাকার বাইরে বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছেন ২৫৯ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, চলতি বছরের শুরু থেকে সো𒀰মবার পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ৯ হাজার ৯৫ জন। এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৭ হাজার ৯৪৬ জন।

এসময়ে ঢাকায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৭ হাজার ২৯৯ জন ও সুস্থ হয়ে ব🌳াসায় ফিরেছেন ৬ হাজার ৪২৯ জন। ঢাকার বাইরে ভর্তি হয়েছেন ১ হাজার ৭৯৬ জন এবং সুস্থ হয়ে বাসায় ফিরেছেন ১ হাজার ৫১৭ জꦡন।

৬ সেপ্টেম্বর (মঙ্গলবার) ডেঙ্গু আক্রান্ত হয়ে পাঁ🌄চজনের মৃত্যু হয়। এটি এ বছর একদিনে সবচেয়ে বেশি মৃত্যুর ঘটনা।