চালের দাম নিয়ন্ত্রণে আমরা মনিটরিং করছি : খাদ্যমন্ত্রী

সংবাদ প্রকাশ প্রতিবেদক প্রকাশিত: সেপ্টেম্বর ৬, ২০২২, ১২:৩৫ পিএম

বাজারে চালের দাম নিয়ন্ত্রণে সরকার মনিটরিং করছে বলে জানিয়েছেন খাদ্♑যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।

মঙ্গলবার (৬ ಌসেপ্টেম্বর) সকালে সচিবালয়ে ব🌞্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

খাদ্যম♑ন্ত্রী বলেন, “চালের দাম নিয়ন্ত্রণে আমরা মনিটরিং করছি। জরিমানা থেকে শুরু করে, ইতোমধ্যে মামলাও ༺হয়েছে। অনেককে হাইকোর্ট থেকে জামিনও নিতে হয়েছে। আমরা একেবারেই যে মনিটরিং করি না, তা নয়। আমরা প্রচুর মনিটরিং করছি।”

খাদ্যমন্ত্রী আরও বলেন, “বাজার পরিস্থিতি স্থিতিশীল রাখতে যত দিন প্রয়োজন হবে সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় খোলা বাজা♔রে খাদ্যপণ্য বিক্রি বা ওএমএস কার্যক্রম চলমান থাকবে।”

এ সময় সাধন মজুমদার সাংবাদিকদের বলেন, “আপনারা যদি মিলগেট, পাইকারি এবং খুচরা ꦆবাজার এই তিন জায়গায় যান, তাহলে আমাদের জন্য সুবিধা হবে। খুচরা মার্কেটে গেলে দেখবেন যে একদম ছাদ পর্যন্ত ঠেকিয়ে চাল মজুত করা আছে। জ๊িজ্ঞেস করলে বলে, মিলের সিন্ডিকেট। মধ্যস্থের কথা কেউ বলে না।”

চালের দাম নির্ধারণ করে দেওয়ার বিষয়ে খাদ্যমন্ত্রী বলেন, “ট্যারি꧃ফ কমিশ🅷ন আলাপ-আলোচনা করে যদি মনে করে আমরা এটি বাস্তবায়নের চেষ্টা করব।”