লঞ্চের ভাড়া কিলোমিটারে ১৫ পয়সা কমল

সংবাদ প্রকাশ প্রতিবেদক প্রকাশিত: সেপ্টেম্বর ১, ২০২২, ০৫:২২ পিএম

জ্বালানি তেলের দাম কমায় বাসের পর এবার লঞ্চের ভাড়া কমানো হ🍌য়েছে। যাত্রীবাহী নৌযানের ভাড়া প্রতি কিলোমিটারে ১৫ পয়সা কমিয়ে পুনর্নির্ধারণ করা হয়েছে। একই সঙ্গে সর্বনিম্ন ভাড়া ৩৩ টাকা থেকে কমিয়ে ৩০ টাকা করা হয়েছে।

বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) রাত ১২টার পর꧒🍌 থেকে নতুন এ সিদ্ধান্ত কার্যকর হবে। নৌপরিবহন মন্ত্রণালয় থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, ১০০ কিলোমিটার পর্যন্ত দূরত্বের জন্য জনপ্রতি লঞ্চভাড়া প্রতি কিলোমিটারে ৩ টাকা থেকে কমে♋ ২ টাকা ৮৫ পয়সা হয়েছে। এ ছাড়া প্রথম ১০০ কিলোমিটারের বেশি দূরত্বের জন্য প্রতি কিলোমিটারে ২ টাকা ৬০ পয়সা থেকে কমে হয়েছে ২ টাকা ৪৫ পয়সা।

এর আগে ৫ আগস্ট দেশে জ্বালানি তেলের দাম বাড়ায় সরকার। তখন লিটারপ্রতি ডিজেলে ৩৪ টাকা, কেরোসিনে ৩৪ টাকা, অকটেনে ৪৬ টাকা ও পেট্🦩রলে ৪৪ টাকা বাড়ানো হয়।

দাম বাড়ার পর প্রতি লিটার ডিজেল ১১৪ টাকা, কেরোসিন ১১৪ টাকা, অকটেন ১৩৫ টাকা ও🍰 পেট্রলের দাম ১৩🏅০ টাকা হয়।

এর পরিপ্রেক্ষিতে ১৬ আগস্ট বাড়া💜নো হয় লঞ্চভাড়া। তখন কম দূরত্বে প্রতি কিলোমিটারে ৭০ পয়সা ও বেশি দূরত্বে ৬০ পয়সা বাড়ানো হয়। কম দূরত্বে লঞ্চের ভাড়া ৩০ দশমিক ৪৩ শতাংশ ও বেশি দূরত্বের ক্ষেত্রে ৩০ শতাংশ বাꦜড়ে।

ওই সময় ১০০ কিলোমিটার পর্যন্ত ২ টাকা ৩০ পয়সা থেকে বেড়ে ৩ টাকা এবং ১০০ কিলোমিটারের বেশি দূরত্বের ক্ষেত্রে ২ টাকা থেকে বাড়িয়ে 🅰২ টাকা ৬০ পয়সা লঞ্চভাড়া নির্ধারণ করা হয়। আর জনপ্রতি সর্বনিম্ন ভাড়া ২৫ টাকা থেকে বাড়িয়ে করা হয় ৩৩ টাকা।

সবশেষ ২৯ আগ💞স্ট দেশের বাজারে সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারপ্রতি ৫ টাকা কমায় সরকার। ফলে ভোক্তা পর্যায়ে লিটারপ্রতি ডিজেল ও কেরোসিন ১০৯ টাকা, অকটেন ১৩০ টাকা এবং পেট্রলের দাম ১২৫ টাকা করা হয়। এর পরিপ্রেক্ষিতে নতুন করে লঞ্চের ভাড়া কিলোমিটারে ১৫ পয়সা কমানো হয়।

এদিক🐷ে বুধবার (৩১ আগস্ট) কিলোমিটারে ৫ পয়সা বাসভাড়া কমায় বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। দূরপাল্লার বাসে প্রতি কিলোমিটারের জন্য যাত্রীপ্রতি ভাড়া ৫ পয়সা কমিয়ে ২ টাকা ১৫ পয়সা করা হয়। আর মহানগরে প্রতি কিলোমিটারের জন্য ৫ পয়স💦া কমিয়ে ২ টাকা ৪৫ পয়সা নির্ধারণ করা হয়।