উসকানিমূলক ৬ ভিডিও সরিয়ে ফেলার নির্দেশ

সংবাদ প্রকাশ প্রতিবেদক প্রকাশিত: আগস্ট ৩০, ২০২২, ১১:৪৯ এএম

দেশের ভাবমূর🃏্তি ক্ষুণ্ন করে, এমন উসকানিমূলক ৬ ভিডিও ফেসবুক ও ইউটিউব থেকে সরিয়ে ফেলার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

মঙ্গলবার (৩০ আগস্ট) বিচা🌺রপতি মো. খসরুজ্জামান ও বিচারপতি মো. ইকবাল কবীরের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদেশে দুই সপ্তাহের মধ্যে ফেসবুক-ইউটিউব কর্তৃপক্ষ ও বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনকে (🐻বিটিআরসি) এ আদেশ বাস্তবায়ন💦 করতে বলা হয়েছে।

একই সঙ্গে দেশের সুনাম ক্ষুণ্ণ করে, এমন উসকানিমূলক ভিডিও🐲 সরাতে কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তা কেন অবৈধ হব🐻ে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত।

আদালতে⛄ রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মুন্সী♔ মনিরুজ্জামান, অ্যাডভোকেট ইউসুফ খান, ব্যারিস্টার আরাফাত হোসেন খান। রাষ্ট্রপক্ষে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল সেলিম আজাদ।

এর আগে গত রোববার (২৮ আগস্ট) উসকানিমূলক ও জনজীবনে অস্থিরতা তৈরি করে এমন ভুয়া সংবাদ এবং ভিড🐬িও সরিয়ে ফ✃েলতে ফেসবুক ও ইউটিউবের বিরুদ্ধে রিট দায়ের করা হয়। রিটে উসকানিমূলক ভিডিও চিহ্নিত করতে মনিটরিং বোর্ড গঠনের নির্দেশনা চাওয়া হয়।

সুপ্রিম ক♛োর্টের আইনজীবী ব্যারিস্টার আরাফাত হোসেন খান আইনজীবী নিলুফার আনজুম এবং জজ কোর্টের ব্যারিস্টার আশরাফুল ইসল🦩াম এ রিট দায়ের করেন।