সরকারি কর্মচারীদের গ্রেপ্তারে সরকারের পূর্বানুমতি নেওয়ার ব🏅িধান বাতিল করেছেন হাইকোর্ট।
বৃহস্পতিবার (২৫ আগস্ট) বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি😼 কাজী মো. ইজারুল হক আকন্দের হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন।
আদালত বলেছেন, সরকারি কর্মচারীদের গ্রেপ্তারে পূর্ব🎉ানুমতির বিধান বেআইনি, সংবিধান পর🌟িপন্থী ও মৌলিক অধিকার পরিপন্থী।
বুধবার (২৪ আগস্ট) এ ধারার বৈধতা নিয়ে জারি করা রুল🐷ের ওপর হাইকোর্টের একই বেঞ্চে শুনানি শে🙈ষ হয়। শুনানি শেষে আদালত রায় ঘোষণার জন্য আজকের দিন ধার্য করেন।
এর আগে গত বছরের ২৬ সেপ্টেম্বর সরকারি কর্মচারীদের গ্রেপ্তারে সরক✅ারের পূর্বানুমতি নেওয়ার বিধান কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেন হাইকোর্ট।