‘ইভিএম নিয়ে বিএনপির কোনো আগ্রহ নেই’

সংবাদ প্রকাশ প্রতিবেদক প্রকাশিত: আগস্ট ২৪, ২০২২, ০৬:৩৩ পিএম

ইভিএম নিয়ে বিএনপির কোনো আগ্রহ নেই, সরকার পরিবর্ত🗹ন না হলে কোনো কমিশনের অধীনেই নির্বাচন সুষ্ঠু হবে না বলে মন্তব্য ক🌟রেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আগামী ১ সেপ্টেম্বর বিএনপির ৪৪তম প্রতিষ্ঠাবা𒀰র্ষিকী উপলক্ষে বুধবার (২৪ আগস্ট) নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত যৌথসভা শেষে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন বিএনপি মহাসচিব।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, “সরকারের সঙ্গে ইসির সমঝোতা হয়েছে। যার মাধ্যমে সরকারের পরিকল্পনা বাস্তবায়ন হবে। ইভিএমে ভোটের মাধ্যমে ইসি সরকারের ই♉চ্ছার চূড়ান্ত প্রতিফলন ঘটাবে। বিএনপি এসব ইভিএম মানে না।”

বিএন𓆏পি মহাসচিব বলেন, “সরকারকে পদত্যাগ করে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে ক্ষমতা হস্তান্তর করে সংসদ ভেঙে নির্বাচন দিতে হবে, তবে তা হতে হবে ব্যালটে।”

আওয়ামী লীগ সরকারকে ক্ষমতায় রাখতেই আগামী সংসদ নির্বাচনে ১৫ꦇ০ আসনে ইভিএম ব্যবহার করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচ꧋নে কমিশন (ইসি) বলে মন্তব্য করেছেন মির্জা ফখরুল।

বিএনপি মহাসচিব বলেন, “সরকার ৩০০ আসনে ইভিএম চেয়েছিল, কমিশন সমঝোতার মাধ্যমে অর্ধেক আসনে সরকারের সঙ্গে রফা করেছে। এর মাধ্যমে এটিই প✃্রমাণিত হলো, নির্বাচন কমিܫশন সরকারের হয়েই কাজ করছে।”

বিএনপি নির্বাচন কমিশন নিয়ে ভাবছে না- জানিয়ে মির্জা ফখরুল বলেন, “অবৈধ এ ফ্যাসিস্ট সর🏅কারকে ক্ষমতা থেকে সরিয়ে নিরপেক্ষ সরকারের অধীনে,𒊎 নিরপেক্ষ কমিশনের অধীনে নির্বাচন হতে হবে।”