কারসাজি করে ডিম ও মুরগির দাম বাড়ানোয় জরিমানা

সংবাদ প্রকাশ প্রতিবেদক প্রকাশিত: আগস্ট ১৮, ২০২২, ০৭:২৬ পিএম

বেশি দামে ডিম ও মুরগি বিক্রি করায় দোকান থেকে ৭০ হাজার টাকা জরিমানা আদায় করেছে জাতী💎য় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বৃহস্পতিবার (১৮ আগস্ট) রাজধানীর কাওরান বাজারে এ অভিযান চালিয়ে এ জরিমꦍানা করা হয়।

জানা গেছে, আড়তগুলো গ্রামগঞ্জের মোকাম থেকে বাড়তি দামে ডিম কেনার কোনো রশিদ দেখাতে পারেনি। এছাড়া তℱারাও বাড়তি দামে ডিম বিক্রির কোনো রশিদ দেয়নি খুচরা বাজারের ক্রেতাদের। এভাবে কারসাজির মাধ্যমে ডিম ও মুরগির দাম বাড়ানো হয়। এ কারণে হিমালয় ট্রেডার্স ও জনতা মা মনি ডিমের আড়ত থেকে ২০ হাজার টাকা করে ৪০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

এ ছাড়♌াও সততা মুরগির আড়তকে ২০ হাজার টাকা ও আলহাজ্ব এন্টারপ্রাইজকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।