ডলারের দাম আরও কমলো, বাড়ল টাকার মান

সংবাদ প্রকাশ প্রতিবেদক প্রকাশিত: আগস্ট ১৮, ২০২২, ০৬:১৫ পিএম

দেশের খোলা বাজারে ডলারের দাম আরও কমেছে। এতে বাড়ছে টাক💞ার মান। ধীরে ধীরে ডলারের সংকট কেটে যাচ্ছে। রেমিট্যান্স বাড়ার পাশাপাশি আমদানি ব্যয় কমে যাওয়ার কারণে বাজারে ডলারের সরবরাহ বেড়েছে। এর ফলে হু হু করে বাড়তে থাকা মার্কিন ডলার এখন উল্টো পথে হাঁটছে।

বুধবার ও বৃহস্পতিবার (১৭-১৮ আগস্ট) ডলার বি❀ক্রি হচ্ছে ১১০ থেকে ১১১ টাকায়। যা গত সপ্তাহেও ১২০ টাকার ওপরে। এতে এক সপ্তাহের ব্যবধানে খোলা বাজারে ডলারে𒁏র দাম কমেছে ১০ টাকার বেশি।

রাজধানীর মতিঝিল🎉, দিলকুশা ও গুলশান এলাকার একাধিক মানি চেঞ্জার😼 সূত্রে এ তথ্য জানা গেছে।

অপরদিকে, আন্তঃব্যাংক মুদ্রাবাজারে প্রতি ডলার কিনতে খরচ করতে হচ্ছে ৯৫ টাকা। অর্থাৎ বাংলাদেশ ব্যাংক সরকারি আমদানি♈ বিল মেটাতে এই দরে ব্যাংকগুলোর কাছে ডলার বিক্রি করছে। নিয়ম অনুযায়ী এটাই ডলারের আনুষ্ঠানিক দর। তবে বা‌ণি‌জ্যিক ব্যাংকগু‌লো‌তেও এখন ১০৬ থে‌কে ১০৮ টাকায় নগদ ডলার বি‌ক্রি হচ্ছে।

দেশে ডলারের সংকট কাটাতে বেশ কিছু পদক্ষেপ নিয়েছে নিয়ন্ত্রণ সংস🙈্থা বাংলাদেশ ব্যাংক। আমদানিতে দেওয়া হয়েছে নানা🐎 শর্ত। রেমিট্যান্স প্রবাহ বাড়াতে দেওয়া হয়েছে নীতিগত ছাড়। এছাড়া ব্যাংক ও মানি এক্সচেঞ্জ প্রতিষ্ঠানগুলোর সঙ্গে বৈঠক করছে নিয়ন্ত্রক সংস্থা। ডলার কারসাজির জন্য দায়ী ব্যক্তিদের ধরতে চালাচ্ছে অভিযান।