মাতুয়াইলে প্যাকেজিং কারখানায় আগুন

সংবাদ প্রকাশ প্রতিবেদক প্রকাশিত: আগস্ট ১৮, ২০২২, ০৮:৪৮ এএম

রাজধানীর মাতুয়াইলে টিনশেড একটি প্যাকে𝕴জিং কারখানায় আগুন লেগেছে। ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট আগুন নেভা♐তে কাজ করছে।

বৃহস্পতিবার 𓆏(১৮ আগস্ট) সকাল ৭টা ৩৫ মিনিটে মাতুয🐲়াইল কলেজ রোডের কোনাপাড়ার কারখানাটিতে আগুন লাগে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-মিডিয়া) শাহজাহান সিকদার জানান, আগুনের সংবাদ পেয়ে ৯ মিনিটের মধ্যে প্রথম অগ্নিনির্বাপক ইউনিট ঘটনাস্থলে পৌঁছে। পরে আরও ৫টি ইউনিট যোগ দিয়ে কা🏅জ করছে।

আগুন নেভাতে আমাদের কর্মীরা কাজ করছেন। এখন পর্যন্ত হতাহতের কোন🐼ো খবর পাওয়া যায়নি বলেও জানান শাহজাহান🐭 সিকদার।