‘সায়েদাবাদে আধুনিক বাস টার্মিনাল নির্মাণ মার্চেই শেষ হবে’

সংবাদ প্রকাশ প্রতিবেদক প্রকাশিত: আগস্ট ১০, ২০২২, ১২:৩৬ পিএম

রাজধানীর সায়েদাবাদে আধুনিক বাস টার্মিনাল নির্মাণ আগামী মার্চেই শেষ হবে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসস💧িসি) মেয়র শেখ ফজলে নূর তাপস।

বুধবার (১০ আগস্ট) সক🧜ালে সায়েদাবাদ কেন্দ্রীয় মোটর গ্যারেজ ও বাস টার্মিনাল পরিদর্শন শেষে তিনি 🍰এ কথা জানান।

সায়েদাবাদ বাস টার্মিনালকে আধুনিকায়ন নিজ অর্থায়নে শুরু করা হয়েছে জানিয়ে মেয়র তাপস বলেন, “আমরা প্রতি বুধবার বিভিন্ন কার্যক্রম পরিদর্শনে বের হই। আজও সে ধারাবাহিকতায় সায়েদাবাদ বাস টার্মিনাল পরিদর্শনে এসেছি। আপনারা জানেন, বাস রুট কার্যক্রম র൲েশনিংয়ের কার্যক্রম শুরু করেছি। একটির যাত্রাপথ শুরু হয়েছে, আরও দুটির কার্যক্রম আগামী ১ সেপ্টেম্বর উদ্বোধন করব। এসব কার্যক্রম বেগবান করার জন্য সায়েদাবাদ বাস টার্মিনালকে আধুনিকায়ন করা হচ্ছে।

৩০ ಞকোটি টাকার বেশি ব্যয়ে এ কার্যক্রম হাতে নেওয়া হয়েছে জানিয়ে ডিএসসিসি মেয়র বলেন, “সায়দাবাদ টার্মিনাল জলাবদ্ধতাসহ অবকাঠামো ভঙ্গুর ও খারাপ অবস্থায় ছিল। অনেক আগে এ টার্মিনাল নির্মাণ হওয়ার পর কোনো সংস্কার হয়নি। এজন্য বাস রুট রেশনালাইজেশনের মাধ্যমে ঢাকা শহরের গণপরিবহন যেন শৃঙ্খলাবদ্ধ করা যায়, সে জন্য আমরা এই কার্যক্রম হাতে নিয়েছি।”