রাজধানীর শাহবাগে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে ড𓃲াকা সমাবেশে লাঠিপ🥃েটার পর বামপন্থী ছাত্রসংগঠনগুলোর নেতা-কর্মীদের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ।
সোমবার (৮ আগস্ট) শাহবাগ থানায় এ মামলা করা হয়।
মামলার বিষয়টি নিশ্চিত করেছেন শাহবা🔯গ থানার ওসি মওদূত হাওলাদার।
এর আগে, রোববার (৭ আগস্ট) সন্ধ্যায় রাজধানীর শাহবাগ মোড়ে ‘প্রগতিশীল ছাত্রসংগঠনসম༒ূহ’ ব্যানারে বাম ছাত্রসংগঠনগুলোর ডাকা বিক্ষোভ সমাবেশের শেষ পর্যায়𒐪ে পুলিশ লাঠিপেটা করে৷
মামলায় বাম সংগঠনগুলোর নেতা-কর্মীদের বিরুদ্ধে ‘বেআইনি জনতাবদ্ধে দাঙ্গার উদ্দেশ্যে পূর্বপরিকল্পিতভাবে লাঠিসোঁটা, ইটপাটকেলসহ পুলিশের কাজে বাধা দেওয়াসহ হত্যার উদ্দেশ্যে আক্রমণ করে গুরুতর রক্তাক্ত ও হাড়🎃🐼ভাঙা জখমের’ অভিযোগ আনা হয়েছে।
ফৌজদারি কার্যবিধির ১৪৩, ১৪৭, ১৪৯, ১৮৬, ৩৩২, ৩৩৩, ৩৫৩, ৩০৭ ও ১০৯ ধারায় করা এই মামলায় বাম ছাত্রসংগঠনের ২১ নেতা-কর্মীর 🦹নাম উল্লেখসহ অজ্ঞাত ২০-৩০ জনক෴ে আসামি করা হয়েছে।
এদিকে, ছাত্রসংগঠনগুলো বলছে, 𒁏তাদের বিক্ষোভ সমাবেশে হামলা চালিয়েছে পুলিশ। তবে পুলিশ হামলার অভিযোগ অস্বী🌄কার করেছে৷