সংকটময় বিশ্ব পরিস্থিতির কারণে সরকার জ্বালানি তেলের দাম বাড়াতে সরকার বা🗹ধ্য হয়েছে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।
সোমবার (৮ আগস্ট) তথ্য মন্ত্রণালয়ের সম্মে🌺লন কক্ষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।
তথ্যমন্ত্রী বলেন,🐼 “বিশ্ব বাজারে দাম কমলে আবারও জ্বালানি তেলের দাম সমন🍷্বয় করা হবে।”
পৃথিবী এক ধরনের মহামারি মধ্য দিয়ে সংকট অতিবাহিত করছে উল্লেখ করে হাছান মাহমুদ বলেন, “কোথাও কোথাও আবার করোনা সংক্রমণ বাড়ছে। এর মধ্যে চলছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ। ফলে সারা বিশ্বে খাদ্যের সংকট দেখা দিয়েছে𒊎। এতে খাদ্যশস্যের দাম ৭০ থেকে ১০০ শতাংশ বৃদ্ধি পেয়েছে।☂”
জ্বালানি তেলে সরকার ভর্তুকি দেয় জানꦅিয়ে তথ্যমন্ত্রী বলেন, “প্রতিবছর সরকার ৫৩ হাজার কোটি টাকা তেলে ভর্তুকি দেয়। পৃথিবীর কোনো দেশের পক্ষে এত টাকা ভর্তুকি দেওয়া স๊ম্ভব নয়। অন্যান্য দেশে এর আগে বাড়ালেও আমরা তা করিনি। কিন্তু অব্যাহতভাবে ভর্তুকি চলমান রাখা সম্ভব নয়। তাই এই প্রেক্ষাপটে তেলের দাম বাড়ানো হয়েছে।”
হাছান মাহমুদ বলেন, “বিএনপির আন্দোলনের হুমকি আমরা অনেক আগে থেকেই শুনে আসছি। তাদের অনুরোধ জানাবো একটু বিশ্ব পরিস্থিতির দি💜কে তাকাতে। এই হাঁকডাকে কোনো লাভ হবে না।”