বর্তমান প্রেক্ষাপটে কেউ ডলার মজুত করলে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন ঢাকা মহান🐼গর গোয়꧋েন্দা পুলিশের (ডিবি) প্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ হারুন-অর রশিদ।
বৃহস্পতিবার (২৮ জুলাই) দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদ🎃ের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
হারুন-অর রশিদ জানান, ডলারের মূল্য বৃদ্ধির এ সময়ে কেউ যদি তা মজুত করে, 🏅তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া বর্তমান প্রেক্ষไাপটে কেউ যদি জাল ডলার তৈরি করে, তথ্য পেলে তার বিরুদ্ধেও অভিযান পরিচালনা করা হবে।
ডিবি প্রধান আরও বলেন, “আমরা যদি এ ধরনের ꦑতথ্য পাই কেউ ডলার মজুত করছে বা অবৈধভাবে ডলার তৈরির সরঞ্জাম অথবা মেশিন আছে, তাহলে অবশ্যই অভিযান পরিচালনা করব। আমরা এ বিষয়ে তথ্য সংগ্রহ করছি।”
এদিকে টাকার 🧸বিপরীতে ডলারের দাম বেড়েই চলছে। খোলাবাজারে নগদ মার্কিন ডলার কিনতে গ্রাহককে গুনতে হচ্ছে ১১০ থেকে ১১২ টাকা।
ব্যাংক থেকে ডলার কিনতে পাসপোর্ট𒐪 এনডোর্সমেন্ট করতে হয়। তবে খোলাবাজার থেকে কিনতে এর প্রয়োজন নেই। এ কারণে খোলাবাজারের ডলারের চাহিদা থাকে বেশি। ডলার সংকটের এ অবস্থা কাটাতে নানা উদ্যোগ গ্রহণ ক💙রছে সরকার।