‘ডলার মজুত করলে ব্যবস্থা’

সংবাদ প্রকাশ প্রতিবেদক প্রকাশিত: জুলাই ২৮, ২০২২, ০১:৪৯ পিএম

বর্তমান প্রেক্ষাপটে কেউ ডলার মজুত করলে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) প্রধান অতিরিক্ত পুলিশ কমিশ꧙নার মোহাম্মদ হারুন-অর রশিদ।

বৃহস্প🌳তিবার (২৮ জুলাই) দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত এক🔴 সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

হারুন-ꦯঅর রশিদ জানান, ডলারের মূল্য বৃদ্ধির এ সময়ে কেউ যদি তা মজুত কর🦋ে, তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া বর্তমান প্রেক্ষাপটে কেউ যদি জাল ডলার তৈরি করে, তথ্য পেলে তার বিরুদ্ধেও অভিযান পরিচালনা করা হবে।

ডিবি প্রধান আরও বলেন, “আমরা যদি এ ধরনের তথ্য পাই কেউ ডলার মজুত করছে বা অবৈধভা♏বে ডলার তৈরির সরঞ্জাম অথবা মেশিন আছে, তাহলে অবশ্যই অভিযান 🍌পরিচালনা করব। আমরা এ বিষয়ে তথ্য সংগ্রহ করছি।”

এদিকে টাকার বিপরীতে ডলারের দাম বেড়েই চলছে। খোলাবাজারে নগদ মা‌র্কিন ডলার কিন‌তে গ্রাহক‌কে গুনতে হ‌চ্ছে ১১০ থ🔴ে‌কে ১১২ টাকা। 

ব্যাংক থেকে ডলার কিনতে পাসপোর্ট এনডোর্সমেন্ট করতে হয়। তবে খোলাবাজার থেকে কিনতে এর প্রয়োজন নেই। এ কারণে খোলাবাজারের ডলারের চাহিদা থাকে বেশি। ডলার সংকটের এ অবস্থা൲ কাটাতে নানা উদ্যোগ গ্রহণ করছে সরকার।