রোহিঙ্গা ইস😼্যুতে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পার্লামেন্টারি ভাইস মিনি🐭স্টার হোন্ডা তারো।
রোববার (২৪ জুলাই ) পররাষ্ট্র ম🥀ন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে সাক্ষাৎ করেন হোন্ডা তারো।
সাক্ষাৎকালে রোহিঙ্গা সমস্যা নিয়ে আলোচনা করেন মো𓄧মেন ও তারো। এসময় বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তনে জাপানের সহযোগিতা চান। তারো রোহিঙ্গা ইস্যুতে সব ধরনের সহযোগিতার আশ্বাস দ𒊎েন।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রে জানা গেছে, বৈঠকে সদ্য পไ্রয়াত জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজা আবেকে স্মরণ করেন ড. মোমেন। বাংলাদেশে-জাপানের বিভিন্ন প্রকল্পে আবের অবদানের কথাও স্মরণ করেন তিনি।
মোমেন-তারো আন্তর্জাতিক ফোরামে একে অপরকে সহযোগিতার বিষয়ে আশ্বাস প্রদান করেন। বিশেষ করে জাতিসংঘের মতো বহুপাক্ষিক প্লাটফর্মে 🔯কীভাবে বাংলাদেশ-জাপান আরও কাজ করতে পারে সেটা আলোচনায় এসেছে।