সরকারের ওপর প্রাধান্য বিস্তার করতে পারব : সিইসি

সংবাদ প্রকাশ প্রতিবেদক প্রকাশিত: জুলাই ২৫, ২০২২, ০১:১৫ পিএম
ফাইল ছবি

নির্বাচনের সময় সরকারের ওপর নির্বাচন কমিশন প্রাধান্য বিস্তার করতে পারবে বলে জানিয়েছেন প্রধান নಌির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।

সোমবা♌র (২৫ জুলাই) বাংলাদেশ মুসলিম লীগের সঙ্গে সংলাপের সমাপনী বক্তব্যে এ কথা বলেন তিনি।

সিইসি বলেন, “নির্বাচনের সময় যেটা হবে, তখন সরকার থাকবে। যে সরকারই হোক, একটা সরকার তো থাকবে। সরকার আমাদের সহযোগিতা করবে। আমরা সরকারের ওপর প্রাধান্য বিস্তার করতে পারব। আমরা বলব, এই এই সহযোগিতাগুলো আমাদের দিতে হবে। আমরা বিশ্বাস করি সরকার তখন না করতে পারবে না, তাহলে 🍸নির্বাচন প্রশ্নবিদ্ধ হয়ে যাবে।”

কমান্ড নির্বাচন কমিশনের হাতে উল্লেখ করে হাবিবুল আউয়াল আরও বলেন, “আমাদের ওপরে আরোপিত ক্ষমতাটার কমান্ড আমার হাতে, শক্তিটা পুলিশ, বিজিবির হাতে, সেনাবাহিনীর হাতে মূল শক্তিটা। শক্তিটা আমার হাতে নয়। কমান💖্ডটা আমার হাতে আছে। আমরা কমান্ড করলে যেন শক্তিটা রেসপন্স করে সেই ধরনের অবস্থা আমাদের সৃষ্টি করতে হবে।”

নির্বাচনের কাজ খুব সহজ নয় জানিয়ে সিইসি বলেন, “কঠিন হলেও এটাকে আমাদের চ্যালেঞ্জ হিসেবে নিতে হবে এবং এই 𓂃কঠিন কাজটা, চ্যালেঞ্জটা মোকাবিলা করতে হবে। আমি বিশ্বাস করি, আমাদের সকলের মধ্যে যদি চিন্তায় চেতনায় ঐক্য থাকে, আমাদের বিশ্বাসে যদি আন্তরিকতা সততা থাকে, তাহলে আমরা যেক🉐োনো কঠিন কাজ, যেকোনো কর্মযজ্ঞ যতই জটিল হোক না কেন, যতই অসাধ্য হোক না কেন, আমরা সেটিকে সাধ্যে আনতে পারব।”